বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির। ইতিমধ্যেই ইডি-র জেরায় সমস্ত কথা স্বীকারও করেছেন প্রতারক সুকেশ। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। এবার জ্যাকলিনের পর নোরা ও সুকেশের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি ফাঁস হওয়া চ্যাট থেকেই নোরা ও সুকেশের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে বলিউডে।
বলিউডের প্রথমসারির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে সরগরম বলিপাড়া। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের (Sukesh chandrashekhar) সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। ইতিমধ্যেই ৪ বার ইডির জেরার মুখে পড়েছেন অভিনেত্রী। এবার জ্যাকলিনের পাশাপাশি নোরার (Nora Fatehi) নামও উঠে এসেছে এই মামলায়।
210
গত কয়েক সপ্তাহ ধরেই (Jacqueline Fernandez) জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহি (Nora Fatehi) খবরের শিরোনামে রয়েছেন। কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh chandrashekhar) ইতিমধ্যেই ইডি-র জেরায় সমস্ত কথা স্বীকারও করেছেন । তারপর থেকেই জল্পনা আরও বেড়েছে।
310
সূত্র থেকে জানা গেছে, বলি নায়িকাদের সঙ্গে যোগাযোগের জন্যই নাকি মোটা অঙ্কের টাকা খরচ করেছিলেন কনম্যান সুকেশ (Sukesh chandrashekhar) । এবং তাদের সঙ্গে আলাপ জমাতেই দামি গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছিলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর।
410
এবার জ্যাকলিনের পাশাপাশি নোরা ও সুকেশের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি ফাঁস হওয়া চ্যাট থেকেই (Nora Fatehi) নোরা ও সুকেশের (Sukesh chandrashekhar) সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে বলিউডে। এর আগেও ইডির জিজ্ঞাসাবাদ করেছিলেন নোরা ফতেহিকে।
ইডি-র জিজ্ঞাসাবাদের সময়, অভিনেত্রী নোরা (Nora Fatehi) জানিয়েছিলেন যে সুকেশের (Sukesh chandrashekhar) স্ত্রী লীনা মারিয়া তাকে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল বিএমডব্লিউ গাড়ি দিয়েছিলেন।
710
তবে শুধু গাড়িই নয়, (Sukesh chandrashekhar) সুকেশ নোরা (Nora Fatehi) এবং জ্যাকলিনকে অনেক দামী উপহারও দিয়েছিলেন, যেমন তার মধ্যে রয়েছে, হীরার কানের দুল, ২ টো হার্মিস ব্রেসলেট, ৩ খান বার্কিন ব্যাগ এবং কয়েক জোড়া লুই ভিটন জুতোও উপহার দিয়েছিলেন।
810
সুকেশের সঙ্গে নোরার (Nora Fatehi) কথোপকথন প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে বিলাসবহুল গাড়ি সুকেশ ও নোরার মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। 'আপনি কি এটা পছন্দ করেন?' সুকেশ (Sukesh chandrashekhar) নোরাকে রেঞ্জ রোভার গাড়ির কথা জিজ্ঞেস করতে নোরা বলে , 'এটি একটি চমৎকার গাড়ি, যেটা ভীষণই সুন্দর, এটা একটা স্টেটমেন্ট কার'।
910
নোরা (Nora Fatehi) ও সুকেশের কথোপকথন থেকে আরও দেখা যায় যে নোরাকে দামি উপহার দিয়েই নিজের কাছে টানার চেষ্টা করে সুকেশ (Sukesh chandrashekhar) । কারণ এই সমস্ত দামি উপহার পাঠানোর পেছনে একটাই উদ্দেশ্য নোরাকে পছন্দ করত প্রতারক সুকেশ চন্দ্রশেখর।
1010
তবে নোরা ফতেহি জানিয়েছেন, সুকেশের (Sukesh chandrashekhar) মামলায় তাকে নাকি ফাসানো হচ্ছে। তিনি গত বছরের ডিসেম্বরের আগে চিনতেন না সুকেশ চন্দ্রশেখরকে। তবে উপহারের কথা জেরায় পরে স্বীকার করে নিয়েছেন নোরা ফতেহি (Nora Fatehi) ।