বিচ্ছেদের পরেই ১৯৮৫ সালে ফের বড়পর্দায় ফেরেন ডিম্পল। 'সাগর' সিনেমা দিয়ে ফের সুপারহিটের তকমা সকলের মন জয় করে নিয়েছিলেন ডিম্পল। সেরা অভিনেত্রীর পুরষ্কারও জেতেন তিনি। ছবির সাক্ষাৎকারে ডিম্পল জানিয়েছিলেন, টুইঙ্কল খুব ভয় পেতেন। নিজের মেয়েদের জন্য একটি উন্মুক্ত ঘর চাইতেন যেখানে নিদ্বিধায় জীবনযাপন করতে পারে সকলে।