নোরা ফাতেহির লুকে মুগ্ধ নেটপাড়া, নতুন ছবি পোস্ট করতেই ঘুম উড়ল ভক্তমহলের

দিন দিন নোরার পার্ফেক্ট ফিগারের ঝড়ে বোল্ড আউট হচ্ছে সিনে দুনিয়া, বাঘা বাঘা সেলেবকে কড়া টক্কর দিয়ে নোরা একের পর এক পার্ফেক্ট ফ্রেমে ছবি পোস্ট করে ঝড় তুলছেন নেট দুনিয়ায়, ডান্স থেকে শুরু করে রূপ, স্টাইল, সবই যেন দিন দিন আরও সুন্দর হয়ে উঠছে তাঁর। নোরা ফাতেহি (Nora Fatehi), তিনি যেন নিজেকে আরো সুন্দর করে তুলেছেন তিনি। এক কথায় বলতে গেলে তাকে চেনা দায়, বর্তমানে এমনই একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। সদ্য জলপরী লুকে ভাইরাল (Viral Look) হয়েছিলেন এই বলি সুন্দরী। 

Jayita Chandra | Published : Feb 15, 2022 5:19 PM
19
নোরা ফাতেহির লুকে মুগ্ধ নেটপাড়া, নতুন ছবি পোস্ট করতেই ঘুম উড়ল ভক্তমহলের

নোরা ফাতেহি, (Nora Fatehi)  তাঁর রূপ বর্তমানে সকলের ঘুম কেড়েছে, যে লুকে প্রথম ধরা দিয়এছিলেন নোরা, দিন দিন তা পাল্টে বর্তমানে সকলকে তাক লাগিয়ে এক অন্য অবতারে যে তাঁর জন্ম, গ্ল্যামার যেন উপচে পড়ছে, সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল (Viral Photos) একের পর এক ছবি। 

29

সদ্য মুক্তি পেয়েছে নোরার অ্যালবাম, বেলিডান্স বা আইটেম সং নয়, মাঝে মধ্যেই তাঁকে উপস্থিত থাকতে দেখা যায় বিভিন্ন ডান্স রিয়ালিটি শো-তে। সেখানেও তাঁর নাচের প্রসঙ্গ এক কথায় সকলের মুখে প্রশংসিত, নোরা ছোট থেকে বহু কঠিন পথ পেরিয়ে বিটাউনে নিজের জায়গা করে নিয়েছেন।

39

নোরা ফাতেহি (Nora Fatehi) বলিউডে (Bollywood)পা রেখেই যে নিজের পরিচিতি তৈরি করে ছিলেন এমনটা নয়। প্রথম থেকেই তাঁর ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার কিন্তু সুযোগ না মেলায় তিনি বিজ্ঞাপন থেকে শুরু করে ডান্স আইটেম, সবেতেই কাজ করেন। তবে প্রথমে পরিস্থিতির সঙ্গে বেজায় মোকাবিলা করতে হয়েছিল নোরাকে। 

49

পরিবারের সকলেই চাইতেন নোরা সাধারাণ চাকরি করুক। কিন্তু নোরা টিভি দেখেই নাচের অনুশীলন শুরু করেন। ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল তিনি বলিউডের নায়িকা হবেন। কিন্তু সেই সুযোগ প্রথমেই আসে না নোরার কাছে। এক বিজ্ঞপনের মধ্যে দিয়ে কেরিয়ার শুরু হয়। যদিও নোরা ফাতেহি ভারতের এক অন্যতম জনপ্রিয় মডেল হিসেবে নিজেকে তুলে ধরেন। 

59

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রেক্ষাগৃহ, পুষ্পা ছবির ঝড়ে কাবু সকলেই। সাউথের সদ্য প্রকাশিত ছবি, যা করোনার মাঝেও বেশ কিছুটা আয় করে ভরিয়ে তুলল বক্স অফিস। দক্ষিণী দুনিয়ার ছবির দাপট বর্তমানে প্যান এশিয়া হিট। একের পর এক বড় ছবি পাইপ লাইনে, আর আর আর, রাধে শ্যাম, তবে একটি ছবি হিট করার পেছনে থাকা সমীকরণগুলোর মধ্যে অন্যতম হল ছবির গান।

69

নোরার এই লুক এক কথায় সকলের খুব পরিচিত। দিলবার দিয়েই নোরার এই হট লুকের প্রত্যাবর্তন। আর তাই সেই ভিডিওই পরিচিতি তৈরি করেছিল তাঁর। বারে বারে সেই লুকে ফিরে এসেন হটস্টার। তবে কেবলই ফোটোশ্যুট নয়, বেলিডান্স থেকে আইটেম গানেই ঝড় তুলছেন নোরা। ইতিমধ্যেই একাধিক গান ভাইরাল নেটদুনিয়ায়।

79

বলিউডে আইটেম ডান্স মানেই এখন নোরা ফাতেহি। তাঁর নাচের মুভ থেকে শুরু করে পর্দায় উপস্থাপনা, এক কথায় নজর কাড়ে সকলের। তবে শুরুটা এতটাও সহজ ছিল না নোরার জন্য। প্রথম থেকেই তিনি পরিবারের কাউকেই পাশে পাননি। পরিবারের সকলেই চাইতেন তিনি সাধারাণ চাকরি করুক।

89

স্পষ্ট হিন্দি বলতে পারতেন না নোরা। তাই একাধিক ছবি থেকে বাদ পড়তে হত তাঁকে। এরপরই আইটেম ডান্সে ঝোঁকেন তিনি। অনেকেই তাঁকে জানিয়েছিলেন যে নাচ দিয়ে কেরিয়ার শুরু করলে অনেকেই মনে করবেন যে তিনি আইটেম ডান্সার। নায়িকা হয়ে ওঠা হবে না।

99

কিন্তু তিনি যে সুযোগ পেয়েছেন তা মুহূর্তে হাতে তুলে নিতেন। অনেকেই মনে করতেন যে তিনি দিলবর গানের মধ্যে দিয়ে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। কিন্তু তা বাস্তব নয়। তিনি মনে করেন না করিয়ে গানের মধ্যে দিয়েই তাঁর ভাগ্য ফেরে। এখন নোরা বলিউডের প্রতিষ্টিত ডান্সার ও অভিনেত্রী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos