কমেন্ট বক্সেও সম্পূর্ণতা স্পষ্ট করলেন উর্বশী, এবার সাফ জানিয়ে দিলেন তিনি, প্রকৃত উর্বশীকে খুঁজে পাওয়ার ঠিকানাই তাঁর বাড়ি ও তাঁর ড্রইং। উর্বশীর এই গুণ দেখে এক কথায় বেজায় অবাক নেটদুনিয়া। জানাই ছিল না, তাই এই ছবি দেখে ভরে উঠল কমেন্ট বক্স, নয়া গুণে প্রশংসার ঝড় নেটপাড়ায়।