বলিউডে কনম্যান সুকেশ কান্ডে বেশ ভালমতোই নাম জড়িয়েছে বলি অভিনেত্রী নোরা ফতেহি এবং জ্যাকলিন ফার্নান্ডেজের। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশকে নিয়ে একের পর এক জল্পনা যেন বেড়েই চলেছে। বলি অভিনেত্রীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করার জন্য কোটি কোটি টাকা উপহার দিলেও পুরোটাই এবার বিফলে। ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা গেছেস প্রতারক সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরুপের মামলায় এবার সরকারের সাক্ষী হতে চলেছেন নোরা ফতেহি।