বলিউডে পা রাখার পর থেকেই নুসরত বারুচাকে (Nushrratt Bharuccha) নিয়ে বিভিন্ন মহলে চর্চা হয়ে থাকে। কখনও তাঁর স্টাইল , কখনও তাঁর সম্পর্ক, তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। সম্প্রতি তিনি গোপন অঙ্গের পাশেই একটি ট্যাটু এঁকেছেন। সেই ট্যাটু দেখানোর জন্যই পোশাক নির্বাচন করলেন তিনি।