এইটুকু শরীরে কতটা খান, এত বড় টিফিন নিয়ে শ্যুটিং সেটে নুসরত, রহস্য ফাঁস করেছিলেন অক্ষয়

Published : Apr 08, 2021, 12:19 PM IST

নুসরত, বিটাউনের হট স্টার, যার লুক থেকে শুরু করে নটখট অভিনয়, দর্শকদের নজরে তিনি নিজের এক আলাদা জায়গা করেই রেখেছেন। স্লিম ফিট ফিগার থেকে শুরু করে স্টাইল স্টেটমেন্ট এক কথায় সবেটেই ফিট তিনি, তা বলে ডায়েটে এতো টিফিন!

PREV
19
এইটুকু শরীরে কতটা খান, এত বড় টিফিন নিয়ে শ্যুটিং সেটে নুসরত, রহস্য ফাঁস করেছিলেন অক্ষয়

বর্তমানে নুসরত বারুচা ব্যস্ত তাঁর আগামী ছবি রাম সেতুর কাজ নিয়ে। এই ছবিতেই থাকছেন জ্যাকলিন ও অক্ষয় কুমার। 

29

তবে বর্তমানে বন্ধ রয়েছে এই ছবির শ্যুটিং। কোয়ারেন্টাইনে রয়েছেন নুসরত। 

39

অক্ষয় কুমার করোনায় আক্রান্ত। এরপরই খবর আসে প্রকাশ্যে সেটের ৪৫ জনের করোনা। 

49

তারপরই তড়িঘড়ি বন্ধ করা হয় ছবির শ্যুটিং। এমনই অবস্থায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে খবর। তবে অএই ছবির সেট থেকেই উদ্ধার হয় এক রহস্য। 

59

নুসরত, এক কথায় যাঁর পার্ফেক্ট ফিগারে মুগ্ধ সকলেই তাঁর এ কী অবস্থা। 

69

সকলেই জানতে চান সেলেবদের গোপন ডায়েট কি, তবে প্রকাশ্যে নুসরতের টিফিন বক্স। 

79

সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রথম শেয়ার করেছিলেন অক্ষয় কুমার। লিখেছিলেন এত বড় টিফিন বক্স নিয়ে সেটে আসে নুসরত। 

89

কখনও কোমড়ের ফাঁজে ট্যাটু, কখনও আবার উন্মুক্ত বক্ষ বিভাজিকায় যিনি ঝড় তোলেন তিনি এক খান! 

99

মুহূর্তে এই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া এই ছবিতেই মজার লুকে ধরা দিলেন হটডিভা। 

click me!

Recommended Stories