অনুষ্কা বেশ স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিলেন ভক্তের ফ্লার্ট করা। তবে রণবীর বেশ রেগেই রিয়্যাক্ট করে ফেলেছিলেন সেই ভক্তের উপর। ব্যক্তির কোনও এক ভাষায় রণবীর বেজায় ক্ষুব্ধ হন। সরাসরি সেই ব্যক্তিকে বলেন, "মুখ খোলার আগে ভাষার খেয়াল রাখো। ও আমার গার্লফ্রেন্ড। নাক ভেঙে দেব তোমার।"