সারা ও জাহ্নবীর মধ্যে গুলিয়ে ফেললেন, এই অপমান কীভাবে সামলালেন শ্রীকন্যা

Published : Aug 29, 2021, 09:46 AM IST

দুই স্টারকিড। একই বছরে বলিউডে পা রেখেছিলেন দুই তারকা। এক সইফ আলি খানের কন্যা, দুই শ্রীদেবী কন্যা। দুজনের প্রথম ছবি ঘিরেই বলিউডে উত্তেজনা ছিল তুঙ্গে। এমনই অবস্থায় জাহ্নবীকে সারাজি বলে ডেকে বসলো পাপারজিৎরা। কী প্রতিক্রিয়া হয়েছিল জাহ্নবীর!

PREV
19
সারা ও জাহ্নবীর মধ্যে গুলিয়ে ফেললেন, এই অপমান কীভাবে সামলালেন শ্রীকন্যা

২০১৮ সালে বলিউড পেয়েছিল দুই তারকা কন্যাকে। সারা আলি খান ও জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুর ধড়ক ছবির মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন।

29

সেই একই সময় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সইফ আলি খান কন্যা সারা আলি খান। ছবির নাম ছিল কেদারনাথ। যা মুহূর্তে সাড়া ফেলেছিল বিটাউনে। 

39

শ্রীদেবী কন্যা হিসেবে দর্শকদের নজরে ছিলেন জাহ্নবীও। কিন্তু ধড়ক ছবি সেভাবে সাফল্যের মুখ দেখেনি। তবুও দুই তারকার মধ্যে টক্কর তুঙ্গে।

49

কড়া টক্করে সামিল হয়েছিলেন দুই তারকা। তবে কেদারনাথ ছবির জনপ্রিয়তাই বেশি প্রকট হয়ে দাঁড়ায়। মুহূর্তে প্রশংসিত হয়েছিল সারার ছবি।

59

এই দুই তারকাকে দেখানেই দেখেন পাপরাজিৎরা ঝাঁপিয়ে পড়েন ছবি তোলার জন্য। তারকাদের ক্ষেত্রে তা নতুন কিছু নয়।

69

এক ছবির প্রমোশনের কাজে হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুর। সেখানে যথারীতি পাপরাজিৎদের ছিল ঠাঁসা ভিড়। সেখানেই ঘটে বিপত্তি। 

79

ভ্যান থেকে বেড়িয়ে আসেন জাহ্নবী কাপুর। অমনই পাশ থেকে একজন পাপরাজিৎদের একজন বলে ওঠেন সারাজি সারাজি। মুহূর্তে চমকে ওঠেন জাহ্নবী কাপুর। 

89

লক্ষ্য করেই অবাক হয়েছিলেন জাহ্নবী। কিন্তু তা কাউকে বুঝতেই দেননি তিনি। হাসি মুখে পাশ কাটিয়ে বেড়িয়ে গিয়েছিলেন। 

99

 যতবারই জাহ্নবীর সঙ্গে  এই ধরনের ঘটনা ঘটে, ঠিক ততবারই জাহ্নবী তা হাসি মুখে কাটিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories