বছরের শুরুর দিকে একটি রেস্তোরাঁ থেকে ইব্রাহিম খান ও পলক তিওয়ারি কে একসাথে বেরিয়ে আসতে দেখা যায়, এবং তাঁরা একই গাড়ি তে চড়ে বাড়ির দিকে রওনা দেন। তারপর থেকেই গুঞ্জন ওঠে তাঁরা দুজন ডেট করছেন। যদিও পলক, ইব্রাহিম কে একজন ভালো বন্ধু হিসেবেই পরিচয় দেন। তবে এবার নতুন খবর শোনা যাচ্ছে যে আদৌ সইফ পুত্র কে ডেট করছেন না তিনি। বরং অন্য কারুর সাথে ডেট করছেন তিনি, তবে সেই মানুষ টিও নাকি বিনোদন জগতের সাথে যুক্ত।