'ফাইজার' টিকা নিয়েই গুরুতর অসুস্থ, হঠাৎ কী হল পরিণীতির, বোনের সেবা করছেন দিদি প্রিয়ঙ্কা

বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া সর্বদাই পেজ থ্রি-র শীর্ষে। তবে তিনি একা নন, তুতো বোন পরিণীতি চোপড়াও পুরোনো ইমেজে ভেঙে সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলেছেন। দুই বোনের সম্পর্ক যে বেশ ভাল তা সকলেই জানেন। গত মার্চ মাস থেকেই দেশের বাইরে রয়েছেন পরিণীতি চোপড়া। বর্তমানে লন্ডনে দিদি প্রিয়ঙ্কা চোপড়ার বাড়িতে রয়েছেন পরিণীতি। সেখানেই ফাইজারে টিকা নিয়েছেন নায়িকা। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের 'পরি', বোনের দেখভালের দায়িত্ব নিয়েছেন দিদি প্রিয়ঙ্কা।
 

Riya Das | Published : Jul 16, 2021 8:30 AM / Updated: Jul 16 2021, 10:04 AM IST
19
'ফাইজার' টিকা নিয়েই গুরুতর অসুস্থ, হঠাৎ কী হল পরিণীতির, বোনের সেবা করছেন দিদি প্রিয়ঙ্কা

বলিউডের 'পরি'। পুরোনো ইমেজে ভেঙে সেক্সি মারকাটারি ফিগারে শরীরী উষ্ণতায় রীতিমতো ঝড় তুলছেন  পরিণীতি চোপড়া। একাধিক ছবি নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন পরিণীতি।

29

গত মার্চ মাস থেকেই দেশের বাইরে রয়েছেন পরিণীতি চোপড়া। বর্তমানে লন্ডনে দিদি প্রিয়ঙ্কা চোপড়ার বাড়িতে রয়েছেন পরিণীতি। 
 

39

সেখানেই ফাইজারে টিকা নিয়েছেন নায়িকা। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের 'পরি', বোনের দেখভালের দায়িত্ব নিয়েছেন দিদি প্রিয়ঙ্কা।

49

করোনা টিকা নিয়েই একেবারে এলিয়ে পড়েছে শরীর। অসুস্থ পরিণীতির ছবি দেখেই উদ্বেগ বাড়ছে ভক্তদের।

59

নিজের সোশ্যালে বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরিণীতি। যেখানে দেখা গেছে, বাঁ হাতে পট্টি বাধা।  এক হাত মুঠো করে অন্য হাত  দিয়ে নিজস্বী তুলেছেন নায়িকা। তখনও পর্যন্ত মুখে হাসি নায়িকার।

69

তবে তৃতীয় ছবিতেই দেখা গেছে টিকা নিতেই শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া জনিত সমস্যায় ভুগছেন নায়িকা। মুখে নেই হাসি।  সারা শরীর যেন ব্যথায় কাবু।

79


করোনার টিকা যেই হাতে নিয়েছেন, সেই হাতে হট ব্যাগের শেক দিচ্ছেন নায়িকা। পাশে নজর কেড়েছে দিদি প্রিয়ঙ্কার পোষ্য ডায়না।

89

কোভিড টিকা নিয়ে অসুস্থ হতে বোনের দেখভালের দায়িত্ব নিয়েছেন প্রিয়ঙ্কা।

99

শুধু তাই নয় যত্ন করে পরিণীতির সেবাও করছেন দেশি গার্ল  তা ছবিতেই স্পষ্ট ফুটে উঠেছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos