কপালে আদুরে চুম্বন করিনার, তৈমুরের ভাই জেহ-র অদেখা ছবি নিমেষে ভাইরাল অন্তর্জালে

Published : Jul 16, 2021, 07:56 AM ISTUpdated : Jul 16, 2021, 07:58 AM IST

চলতি বছর ফেব্রুয়ারি মাসেই ৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তবে তৈমুরের মতোন একই ভুল এবার আর করতে নারাজ বেবো। ক্যামেরার ফ্ল্যাশ থেকেই একরত্তিকে অনেকটাই দূরে রেখেছেন করিনা। যদিও আন্তর্জাতিক নারী  দিবসের দিন প্রথম প্রকাশ্যে এসেছিল তৈমুরের ভাইয়ের  ছবি। কয়েকদিন আগেই দাদু রণধীর কাপুর নাতির নাম জেহ আলি খান তাও প্রকাশ করেন। এবার করিনার ছোটপুত্রের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল  মিডিয়ায়। ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ভিড় উপচে পড়ছে।

PREV
18
কপালে আদুরে চুম্বন করিনার, তৈমুরের ভাই জেহ-র অদেখা ছবি নিমেষে ভাইরাল অন্তর্জালে

 মা হওয়ার পর সদ্য কেটেছে ৫ মাস। ৬ মাসের মধ্যেই আবারও মাকি মা হতে চলেছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান। তৈমুরের ভাই আসার কয়েকদিনের মধ্যেই তৃতীয় সন্তান আসার খবর জানালেন স্বয়ং করিনা। 

28

খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চলেছে করিনার লেখা বই প্রেগন্যান্সি বাইবেল। আর সেটাকেই নিজের সন্তান বলেছেন নায়িকা। করিনা জানিয়েছেন, এটা একটা আলাদা জার্নি। এই বইয়ের মধ্যে দুই প্রেগন্যান্সির সমস্ত আপডেট থাকবে।
 

38


তৈমুরের মতোন একই ভুল এবার আর করতে নারাজ বেবো। ক্যামেরার ফ্ল্যাশ থেকেই একরত্তিকে অনেকটাই দূরে রেখেছেন করিনা। 
 

48

যদিও আন্তর্জাতিক নারী  দিবসের দিন প্রথম প্রকাশ্যে এসেছিল তৈমুরের ভাইয়ের  ছবি। কয়েকদিন আগেই দাদু রণধীর কাপুর নাতির নাম জেহ আলি খান তাও প্রকাশ করেন। 
 

58

এবার করিনার ছোটপুত্রের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল  মিডিয়ায়। ছবি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ভিড় উপচে পড়ছে।

68


সম্প্রতি নেটদুনিয়ায় করিনার দুটি ছবি ভাইরাল হয়েছে। অভিনেত্রীর ফ্যান পেজে থেকেই দ্বিতীয় পুত্র জেহ আলি খানের ছবি ভাইরাল হয়েছে।
 

78

করিনার ফ্যানপেজের দাবি, দ্বিতীয় ছবিতে জেহর কপালে চুম্বন করছেন করিনা। এবং  প্রথমটিতে তৈমুরকে কোলে নিয়ে অভিনেত্রী।

88

২০১৬ সালে তৈমুরের জন্ম হয়। তবে তৈমুরের জনপ্রিয়তার ধারে কাছেও আসতে পারেনি করিনার ছোট ছেলে। করিনার দ্বিতীয় সন্তানের মুখ দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন নেটিজেনরা।

click me!

Recommended Stories