এই সিরিয়ালের 'পানখুরি ' চরিত্রটি জনপ্রিয়তা অর্জন করে নেয়। এরপর জি টিভির সোপ অপেরা 'উও অপনা সা'-য় 'জাহ্নবী' হয়ে ওঠেন দিশা। হিন্দি টিভি সিরিয়ালের জগতে এরপর দিশাকে আর ফিরে তাকাতে হয়নি। 'সরস্বতীচন্দ্র' (দূরদর্শন), 'কুমকুম ভাগ্য'(জি টিভি), 'কুন্ডলী ভাগ্য' ( জি টিভি) -তে অভিনয় করে গিয়েছেন।