সোনি রাজদানের পর এবার পূজা ভাট। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একে একে মুখ খুলছেন ভাট পরিবারের সদস্যরা। সুশান্তের মৃত্যু নিয়ে চলছে নানা জলঘোলা। অভিনেতার মৃত্যুর জেরে আঙুল উঠেছে মহেশ ভাটের দিকে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক আছে বলেও দাবি করেছেন অভিনেত্রী পায়েল রোহাতগি। এছাড়াও সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয় খুন বলেই মানছে পায়েল সহ নেটিজেনরা। এবং সুশান্ত মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে মহেশ ভাটকে। সেই নিয়েই মুখ খুললেন পূজা ভাট।