পরিচালক রাধা কৃষ্ণ কুমারের পরিচালনায় আসতে চলেছে প্রভাস ২০। পূজা হেগড়ে সহ দেখা যাবে ভাগ্যশ্রী, মুরলী শর্মা, সচিন খেড়কর, প্রিয়দর্শী, সাশা ছেত্রী, কুণাল রায় কাপুর এবং সত্যানকে। ছবির প্রযোজনা করছে ভূষণ কুমারের টি সিরিজ। ছবিতে জ্যোতিষির ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। ইউরোপে শ্যুটিং হয়ে গিয়েছিল ছবির একাংশের।