সালটা ছিল ২০১২ । সেই বছরই টুইটারে বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিনকে নোংরা ভাষায় আক্রমন করেছিলেন পুনম পান্ডে। নায়িকা লিখেছিলেন, তসলীমার ব্যবহার নাকি অন্তর্বাসের মত। সেটি শরীরে পড়া দরকার। দেখানোর প্রয়োজন নেই। ছেড়ে দেওয়ার পাত্রী মোটেই নন তসলীমা। তিনিও পুনমকে একহাত নিয়ে বলেছিলেন, তিনি নগ্ন হন ঠিকই, কিন্তু মানসিক শান্তি পান না।