মারধর-হুমকি, হানিমুন থেকে ফিরেই থানায় অভিযোগ, এবার বিবাহ বিচ্ছেদের পথে পুনম

সবে মাত্র বিয়ের পিঁড়িতে বসেছিলেন পুনম পান্ডে। তারই একমাস কাটতে না কাটতেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী। হানিমুন থেকে ফিরে বিস্ফোরক পুনম থানায় ডাইরি করেছিলেন তাঁর স্বামীর নামে। সেখানে থেকে এবার নয়া সিদ্ধান্ত নিলেন সোশ্যাল মিডিয়ার হট কুইন...

Jayita Chandra | Published : Sep 25, 2020 7:20 AM IST / Updated: Sep 25 2020, 12:51 PM IST
18
মারধর-হুমকি, হানিমুন থেকে ফিরেই থানায় অভিযোগ, এবার বিবাহ বিচ্ছেদের পথে  পুনম

পুনম পান্ডে। সোশ্যাল মিডিয়ায় এই একটা নামেই মুহুর্তে ঝড় ওঠে। সম্প্রতি তিনি বসেছিলেন বিয়ের পিঁড়িতে। 

28

সামের সঙ্গে বিয়ে সেড়ে পুনম পাড়ি দিয়েছিলেন হানিমুনে। সেখান থেকে একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়। 

38

এবার সেখান থেকে ফিরেই বিস্ফোর বয়ান দিলেন পুনম। তাঁকে নাকি নির্যাতন করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে হুমকি। 

48

পুনমের বয়ানের ভিত্তিতেই সামকে আটক করে স্থানীয় পুলিশ। তবে সেখানেই থেমে থাকেননি পুনম। 

58

তিনি তড়িঘড়ি এবার বিবাহ বিচ্ছেদেরও সিদ্ধান্ত নিলেন। পুনমের সঙ্গে সামের সম্পর্ক তিন বছরের।

68

সাম পুনমের পার্সোন্যাল ফোটোগ্রাফার। তাঁর সঙ্গেই ছিল দীর্ঘ দিনের সম্পর্ক। অবশেষে সেই সম্পর্কে ধরল ছেদ। 

78

হাতে বিয়ের মেহেন্দির রঙ শুকোনোর আগেই বিয়ের পর্ব চুকিয়ে ফেললেন পুনম। 

88

সোশ্যাল মিডিয়ার এই হট স্টারের অভিযোগের ভিত্তিতেই তদন্তের সামকে গ্রেফতার করা হয়েছে, দায়ের করা হয়েছে এফআইআরও। 

Share this Photo Gallery
click me!

Latest Videos