পুনম এর আগেও জানিয়েছিলেন, শ্যামের মার খেয়ে নাকি তার ব্রেন হ্যামারেজ হয়ে গিয়েছিব। বহুবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার। এমন কুকুরের মতো মারত যে আমার কোনও ক্ষমতাই থাকত না। এমনকী যে সমস্ত মহিলা ও পুরুষ গার্হস্থ্য হিংসার শিকার তাদের উদ্দেশ্যও পুনম বলেন, আপনারাও এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। নিজের উপর ভরসা রেখে বেরিয়ে আসুন। জীবনটা অনেক মূল্যবান, সেটাকে সম্মান দিন।