বেদম মার খেয়ে মস্তিষ্কে গুরুতর চোট,হারিয়েছিলেন গন্ধ শোকার ক্ষমতা, স্বামীকে নিয়ে বিস্ফোরক পুনম

যত দিন যাচ্ছে ততই যেন উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে রিয়্যালিটি শো 'লক আপ'-এর। কারণ সামনেই গ্র্যান্ড ফিনালে, তার আগে শো-জিততে মরিয়া হয়ে উঠেছে প্রতিযোগিরা। বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের  রিয়্যালিটি শো 'লক আপ'-এ এসে একের পর এক বোমা ফাটাচ্ছেন পুনম পান্ডে। পুনম পান্ডে-কে নিয়ে জোর শোরগোল নেটদুনিয়ায়। সর্বদাই নেটিজেনদের নজর কাড়তে হটকে কিছু না কিছু করেই থাকেন পুনম পান্ডে। শুরু থেকেই 'লক আপ'-এর চর্চিত প্রতিযোগী হলেন পুনম পান্ডে। এবার'লক আপ'- থেকে বেরিয়েই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পুনম। শুধু তাই নয়, স্বামীর মারের চোটে মস্তিষ্কে গুরুতর চোট পেয়েছিলেন যার ফলে গন্ধ শোকবার ক্ষমতাও হারিয়ে ফেলেন পুনম পান্ডে।

Riya Das | Published : May 6, 2022 8:37 AM
110
বেদম মার খেয়ে মস্তিষ্কে গুরুতর চোট,হারিয়েছিলেন গন্ধ শোকার ক্ষমতা, স্বামীকে নিয়ে বিস্ফোরক পুনম

কন্ট্রোভার্সি মানেই পুনম পান্ডে। শরীর দেখিয়ে হোক কিংবা অন্তর্বাস না পরে অশ্লীলতার সীমা ছাড়িয়ে যাওয়া পুনমকে নিয়ে চর্চা অব্যাহত।  পুনম পান্ডে-কে নিয়ে জোর শোরগোল নেটদুনিয়ায়। সর্বদাই নেটিজেনদের নজর কাড়তে হটকে কিছু না কিছু করেই থাকেন পুনম পান্ডে। শুরু থেকেই 'লক আপ'-এর চর্চিত প্রতিযোগী হলেন পুনম পান্ডে। 

210


বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের  রিয়্যালিটি শো 'লক আপ'-এ এসে একের পর এক বোমা ফাটাচ্ছেন পুনম পান্ডে। যত দিন যাচ্ছে ততই যেন উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে রিয়্যালিটি শো 'লক আপ'-এর। কারণ সামনেই গ্র্যান্ড ফিনালে, তার আগে শো-জিততে মরিয়া হয়ে উঠেছে প্রতিযোগিরা।

310

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতের  রিয়্যালিটি শো 'লক আপ'-এ এসে নিজের বিবাহিত জীবন নিয়ে বোমা ফাটিয়েছিলেন পুনম পান্ডে । স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মারধরের অভিযোগ আনেন পুনম পান্ডে। এমনকী স্বামীর অত্যাচারে বহুবার আত্মহত্যা করার চেষ্টাও করেন পুনম, সেকথাও ফাঁস করেছিলেন পুনম পান্ডে।

410


 এবার'লক আপ'- থেকে বেরিয়েই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন পুনম। শুধু তাই নয়, স্বামীর মারের চোটে মস্তিষ্কে গুরুতর চোট পেয়েছিলেন যার ফলে গন্ধ শোকবার ক্ষমতাও হারিয়ে ফেলেন পুনম পান্ডে।

510


হানিমুনে গিয়েই গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন পুনম। এমনকী গোয়া পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিল শ্যাম বম্বে। তার মাস কয়েকের মধ্যে ভেঙে যায় সম্পর্ক। এবার স্বামী শ্যাম বম্বের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, মারধরের অভিযোগ আনেন পুনম পান্ডে। 

610

সাক্ষাৎকারে পুনম জানান, যখন আমার সঙ্গে গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটেছিল তখন আমি পুরোপুরি ভাবে গন্ধ শোকবার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। ব্রেন হ্যামারেজের কারণেই এটা হয়েছিল । তবে শারীরিক ও মানসিক দিক দিয়ে আমি  অনেকটাই শক্ত বলে এখনও বেঁচে আছি। 
 

710

 এর আগেও রিয়্যালিটি শো 'লক আপ'-এ এসে পুনম শ্যামকে নিয়ে বলেছিলেন, এই জেল, এই খাবার, এই ঘুম আমার কাছে বিলাসিতা। আমার জীবনে এই চার বছর আমি ঘুমোতে পারিনি। এমনকী খেতে পর্যন্ত পারিনি বহুদিন। স্বামীকে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন পুনম পান্ডে।

810

কঙ্গনার শো-তে এসে পুনম  বলেছিলেন, খেতে চাইলেই আমাকে মারধর করা হতো। আমাকে ঘরে বন্দি করে রাখা হতো। আমার ফোন  ভেঙে দেওয়া হতো, যাতে আমি কাউকে ফোন না করতে পারি। আর তখন আমার মনে হতো আমি মেরে ফেলি নিজেকে।

910

পুনম এর আগেও জানিয়েছিলেন, শ্যামের মার খেয়ে নাকি তার ব্রেন হ্যামারেজ হয়ে গিয়েছিব। বহুবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার। এমন কুকুরের মতো মারত যে আমার কোনও ক্ষমতাই থাকত না। এমনকী যে সমস্ত মহিলা ও পুরুষ  গার্হস্থ্য হিংসার শিকার তাদের উদ্দেশ্যও পুনম বলেন, আপনারাও এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। নিজের উপর ভরসা রেখে বেরিয়ে আসুন। জীবনটা অনেক মূল্যবান, সেটাকে সম্মান দিন।
 

1010


পুনম এর আগেও জানিয়েছিলেন, শ্যামের মার খেয়ে নাকি তার ব্রেন হ্যামারেজ হয়ে গিয়েছিব। বহুবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার। এমন কুকুরের মতো মারত যে আমার কোনও ক্ষমতাই থাকত না। এখন মস্তিষ্কের চোট পুরোপুরি সারেননি। তবে এখন একা খুবই ভাল আছেন বলে জানিয়েছেন পুনম পান্ডে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos