ঢিলেঢালা পোশাকে বেবিবাম্প ঢাকার চেষ্টা অন্তঃসত্ত্বা আলিয়ার, ড্রেসের দামে হয়ে যাবে বিদেশ ট্রিপ

আলিয়া ভাটকে নিয়ে চর্চা যেন থামবার নয়। হবু মা আলিয়ার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, সবটাই জানতে আগ্রহী সকলে। সম্প্রতি নিজের প্রযোজনার প্রথম ছবি 'ডার্লিংস'-এর ঝলক মুক্তির অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। অভিনেত্রীকে দেখার পর থেকেই যেন উত্তেজনা তুঙ্গে ছিল। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে চেহারায় পরিবর্তন লক্ষ করা গেছে। অভিনেত্রীর বেবিবাম্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন। তবে এই মুহূর্তে তা আড়াল করতে চাইছেন অভিনেত্রী। সেই কারণেই নাকি ঢিলেঢালা পোশাক পরেছিলেন অভিনেত্রী, যাতে না বেবিবাম্প দেখা যায়। বেলুনের মতো ঢিলেঢালা পোশাক আলিয়াকে দেখে বোঝা দায় তিনি প্রেগন্যান্ট, তবে অভিনেত্রীর পোশাকের দাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আলিয়ার ভ্যালেন্টিনোর পোশাকের দামে হয়ে যাবে আপনার বিদেশ সফর,জেনে নিন অবাক করা দাম।

Riya Das | Published : Jul 26, 2022 7:02 AM IST / Updated: Jul 26 2022, 12:34 PM IST
110
ঢিলেঢালা পোশাকে বেবিবাম্প ঢাকার চেষ্টা অন্তঃসত্ত্বা আলিয়ার, ড্রেসের দামে হয়ে যাবে বিদেশ ট্রিপ


বি-টাউন থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই দাঁপিয়ে বেড়াচ্ছেন আলিয়া ভাট। হবু মা আলিয়ার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন, সবটাই জানতে আগ্রহী সকলে। তিনিও যে নিরাশ করছেন তেমনটা নয়। খুব স্বাভাবিক ভাবেই পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে আলিয়া ভাটকে।

210

সম্প্রতি নিজের প্রযোজনার প্রথম ছবি 'ডার্লিংস'-এর ঝলক মুক্তির অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। অভিনেত্রীকে দেখার পর থেকেই যেন উত্তেজনা তুঙ্গে ছিল। প্রেগন্যান্ট হওয়ার পর থেকে চেহারায় পরিবর্তন লক্ষ করা গেছে। অভিনেত্রীর বেবিবাম্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
 

310


 এই মুহূর্তে বেবিবাম্প আড়াল করতে চাইছেন অভিনেত্রী। সেই কারণেই নাকি ঢিলেঢালা পোশাক পরেছিলেন অভিনেত্রী, যাতে না বেবিবাম্প দেখা যায়। বেলুনের মতো ঢিলেঢালা পোশাক আলিয়াকে দেখে বোঝা দায় তিনি প্রেগন্যান্ট, তবে অভিনেত্রীর পোশাকের দাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। 
 

410

হলুদ রঙের হল্টারনেক শর্ট ড্রেস পরেছিলেন আলিয়া ভাট। বেলুন মতো ফোলা ড্রেসে আলিয়ার বেবিবাম্প একদমই বোঝা যায়নি। তবে এই পোশাক যে কোনও সাধারণ পোশাক নয়, তা দেখেই বুঝে ফেলেছিলেন বিশেষজ্ঞরা। তারপর থেকেই পোশাকের দাম নিয়ে কানাঘুষো শুরু হয়েছে।

510


আলিয়ার আকাশছোঁয়া পোশাকের দাম শুনলে চমকে যাবেন আপনিও।  ভারতীয় মুদ্রায় আলিয়ার এই পোশাকের দাম ১ লক্ষ ৬৯ হাজার ৭৭৮ টাকা। ভ্যালেন্টিনোর পোশাকের দামে হয়ে যাবে আপনার বিদেশ সফর। আলিয়ার এই পোশাকই এখন নেটদুনিয়ার হটকেক।

610


হলুদ রঙের ঢিলেঢালা পোশাকের সঙ্গে ম্যাচ করে গোলাপি রঙের হিল তোলা জুতো পরেছিলেন আলিয়া।  হবু মায়ের গ্লো যেন দ্বিগুণ বেড়েছে। সব মিলিয়ে প্রতিবারের মতোই আলিয়া ভাটের গর্জিয়াস লুক নজর কেড়েছ সকলের।
 

710

প্রযোজক হিসেবে এই ডার্লিংস ছবি দিয়েই হাতেখড়ি দিতে চলেছেন আলিয়া ভাট। এই ছবি নিয়ে উত্তেজনাও অনেক বেশি। ছবির ঝলক দেখেই উত্তেজনা দ্বিগুণ বেড়েছে। মা ও মেয়ের যাপনের মধ্যে অন্ধকারের অলিগলি ঘুরিয়ে আনবে এই ডার্ক কমেডি।
 

810


শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে যৌথভাবে প্রযোজিত আলিয়ার এই ছবি। আগামী মাসের ৮ আগস্ট নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে জসমিত রিন পরিচালিত 'ডার্লিংস' ছবির।  সূত্র বলছে, এখন আর নতুন কোনও ছবির চুক্তিতে সই করছেন না আলিয়া। 

910

 খুব শীঘ্রই মা হতে চলেছেন আলিয়া ভাট। বিয়ের কয়েকমাসের মধ্যেই মা হওয়ার খবরে হৈ চৈ পড়ে গিয়েছে টিনসেল টাউনে। সূত্র বলছে, এখন আর নতুন কোনও ছবির চুক্তিতে সই করছেন না আলিয়া। তবে সন্তানের জন্য বলি কেরিয়ার থেকে বিরতি নিচ্ছেন আলিয়া ভাট। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নতুন করে কোনও ছবিতে সই করছেন না আলিয়া ভাট। স্বামী রণবীরও জানিয়েছেন, সন্তানের মা হবেন বলে আলিয়ার স্বপ্নগুলো ভেঙে যাক, তেমনটা মোটেই চান না । বরং ব্যালেন্স করে সব কিছু করবেন বলেই দৃঢ় বিশ্বাস রণবীরের।

1010

চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একাধিক নিয়মবিধি মেনেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। রণবীর কাপুর আরও বলেন, আগের প্রজন্মের মায়েদের উপরেই সন্তানদের সমস্ত দায়ভার থাকত। বাবারা নিজেদের কাজে ব্যস্ত থাকত। তবে এখন সময় বদলে গেছে। আমি ভাল বাবা হতে চাই, শুধু তাই নয় নিজের সন্তানকে সবসময়েই সঙ্গ দিতে চাই। বাবা ও মা হিসেবে আমরা দায়িত্ব ভাগ করে নিতে প্রস্তুত।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos