সযত্নে আগলে 'বেবিবাম্প', ২৮ দিন পর বাড়ি ফিরে খোশমেজাজে গর্জিয়াস 'মম টু বি'

অন্তঃসত্ত্বা করিনা কাপুর। আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী। পাঁচ মাসের গর্ভবতী হওয়ার পরেও এই অবস্থাতেই তিনি কাজ করছেন। আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তান আসতে চলেছে পতৌদি পরিবারে। আপকামিং ছবি 'লাল সিং চাড্ডা'র শুটিংয়ের জন্যই দিল্লিতে ছিলেন করিনা। দীর্ঘ ২৮ দিন পর দিল্লি থেকে মুম্বইতে ফিরতেই ভাইরাল হয়েছে তার বেবিবাম্পের ছবি। 

Riya Das | Published : Oct 22, 2020 9:01 AM IST
18
সযত্নে আগলে 'বেবিবাম্প', ২৮ দিন পর বাড়ি ফিরে খোশমেজাজে গর্জিয়াস 'মম টু বি'

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। প্রেগনেন্সি অবস্থাতেও স্টাইল আইকনের জুরি মেলা ভার।  

28

অন্তঃসত্ত্বা থাকাকালীন বলি ডিভার গ্ল্যামার যেন আরও দ্বিগুন বেড়ে যায়। নো মেক আপ লুকেই বেশিরভাগ থাকতে পছন্দ করেন করিনা। 
 

38

 মুম্বইতে নয়, বরং দীর্ঘ ২৮ দিনপতৌদি প্রাসাদে ছিলেন  করিনা। কারণ তার আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'র শুটিং চলছিল দিল্লিতে। করোনা আবহে বিশেষ সুরক্ষার দিকে নজর দিয়েই চলেছে শুটিং পর্ব। এবার শুটিং সেরে দিল্লিতে ফিরলেন করিনা কাপুর।

48


পরণে ঢিলেঢালা  সাদা কুর্তি, পালাজো প্যান্ট, রূপোর গহনা পায়ে পাঞ্জাবি জুতো পরেই নজর কেড়েছেন মম টু বি।

58

গর্জিয়াস মাম্মার সঙ্গে ক্যাজুয়াল নীল-সাদা পাঞ্জাবিতে নজর কেড়েছেন সইফ আলি খান।  তৈমুরকেও ডেনিম লুকে বেশ খোশমেজাজেই দেখা গেছে।

68

বিমানবন্দরের বাইরেই পাপরাৎজির ক্যামেরায় ধরা পড়েছেন অন্তঃসত্ত্বা করিনা। পোশাকের উপর স্পষ্ট দেখা যাচ্ছে তার বেবিবাম্প। দীর্ঘদিন পর বাড়ি ফিরতে তৈমুরকে খানিক হতবাক ও বিরক্ত লাগছিল।

78

অন্তঃসত্ত্বা  অবস্থাতেই ফোটোগ্রাফারদের উপেক্ষা না করে হাত নাড়াতে দেখা গেছে করিনাকে।

88

প্রেগনেন্সিতেও ঠিকরে বেরোচ্ছে গ্ল্যামার। সকলেই তার রূপে মুগ্ধ। বলিউডের গ্ল্যামার আইকন করিনা কাপুরের নজরকাড়া 'বেবিবাম্প ফ্লন্ট' মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos