৪০ বছর বয়সী নেহা ধুপিয়া শুধু বন্ধুদের সাথে নয়, পরিবারের সঙ্গে পুরো দিনটা কাটিয়েছেন। মা-বাবা-অঙ্গদ সকলের সঙ্গে আনন্দে কেক কেটে সেলিব্রেট করেছেন বেবি শাওয়ারের অনুষ্ঠান । ৭ মাসের অন্তঃসত্ত্বা নেহা ধুপিয়া। আর কয়েকমাস পরেই আসতে চলেছে দ্বিতীয় সন্তান। পাপর্ল রঙের পোশাক, মাথায় ফুলের ব্যান্ড পরে নজর কেড়েছে মম টু বি ।