কোয়ারেন্টাইন থেকেই নিকে ও প্রিয়ঙ্কার মধ্যে চরম পার্থক্য, খোলসা করলেন দেশি গার্ল

বলিউড হোক বা হলিউড। সেরা অন্যতম জুটির মধ্যে পড়েন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং নিক জোনাস। বয়সের তফাতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তাঁরা। বয়সের ফারাক দশ বছরের। প্রিয়ঙ্কা ৩৮ এবং নিকের বয়স ২৮। কথায় বলে প্রেম কখনও বাধ মানে না। সমস্ত বাধা অতিক্রম করেছেন নিক ও প্রিয়ঙ্কা। একাধিক কটূক্তি, সমালোচনা, জাজমেন্টকে এড়িয়ে আজ তাঁদের সুখি সংসারে মন ভরে ভক্তদের। তবে তাঁদের মধ্যে ব্যবহারের ফারাকও রয়েছে অনেকটাই। 

Adrika Das | Published : Jan 27, 2021 3:30 AM IST
18
কোয়ারেন্টাইন থেকেই নিকে ও প্রিয়ঙ্কার মধ্যে চরম পার্থক্য, খোলসা করলেন দেশি গার্ল

দু'জনের আলাদা মানসিকতা, ভিন্ন চিন্তা ভাবনা। একে অপরের প্রেমে হাবুডুবু খেলেও কিছু জিনিসে এখনও একেবারে ভিন্নতা রয়েছে তাঁদের। 

28

যেমন ঘুম থেকে উঠেই প্রথমে কী করেন নিক। প্রিয়ঙ্কা আড়মোড়া ভাঙতে ভাঙতে অনেকক্ষণ শুয়ে থাকলেও নিকের এই অভ্যাস নেই। 

38

তিনি ঘুম থেকে উঠেই বিছানা গছাতে শুরু করেন। যার জেরে প্রিয়ঙ্কাকে খানিক বাধ্য হয়েই ঘুম থেকে উঠে পড়তে হয়। 

48

অন্যদিকে প্রিয়ঙ্কার পছন্দ বিছানা, কিংবা কাউচে বসে খাওয়া দাওয়া করা। এই জিনিসটি নিক একেবারেই পছন্দ করেন না। 

58

তাঁর মতে, টেবিল তৈরি করে দেওয়া হয়েছে সেখানে বসে খাওয়ার জন্য। অন্য কোথাও বসে কেন কেউ খাওয়া দাওয়া করবে। 

68

দিনের অন্যান্য সময় কাউচে বসে নিক জলখাবার খেলেও রাতের খাবার ডাইনিংয়েই সারবেন তিনি। 

78

নিককে 'ফ্যান্সি' বলে সম্বোধন করেছেন প্রিয়ঙ্কা। তাঁদের সম্পর্কের খুটিনাটি সম্প্রতি এক সেলেব্রিটি টক শো-এ এসে খোলসা করেন। 

88

কোয়ারেন্টাইনে থাকতে থাকতে নিকের সম্বন্ধে এই জিনিসগুলি লক্ষ্য করেছেন প্রিয়ঙ্কা। তার আগে নিজের কাজ নিয়ে অতটাই ব্যস্ত থাকতেন যে নিকের বিষয় এতকিছু জেনে উঠতে পারেননি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos