বলিউডের দেশি গার্লকে বলতে শোনা যায়, একজন নতুন মা হিসেবে আমি যেটা ভাবি যে আমি কখনও আমার ইচ্ছে, ভয়, আমার বড় হয়ে ওঠা আমার শিশু মধ্যে আসতে দেব না। আমি এটা সবসময় বিশ্বাস করি, বাচ্চারা তোমার মাধ্যমে এই দুনিয়ায় এসেছে, তোমার মধ্যে থেকে নয়। তাই এটা কখনও ভাবা উচিত নয় যে আমার সন্তান মানে, আমি ওকে আমার মতো করে বড় করব। ওরা আপনার মাধ্যমে এলেও নিজের জায়গা তৈরি করতে এসেছে এখানে। এটাকে মেনে নিলেই অনেক সুবিধা হয়। আমার বাবা ও মা কোনওদিনই জোর করে আমার উপর কিছু চাপিয়ে দেয়নি। তাই আমিও কখনও আমার সন্তানের উপর জোর করে কিছু চাপিয়ে দেব না।