একের পর এক বাড়ি বিক্রি করে দিচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। হঠাৎ কী হল দেশি গার্লের। সূত্রের খবর মুম্বইয়ের ভর্সোভা এলাকার দুটি বাড়িই ৭ কোটি টাকায় বিক্রি করে দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। তবে এই প্রথম নয়, এর আগেও ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের লোখান্ডওয়ালা এলাকায় নিজের আরও একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছিলেন ২ কোটি টাকায়। তবে পাকাপাকি ভাবে বলিউড থেকে বিদায় নিয়ে হলিউডে জমি পাকাতে চলেছেন প্রিয়ঙ্কা, জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, 'দ্য ম্যাট্রিক্স ৪, টেক্সট ফর ইউ', স্বামী নিক জোনাসের সঙ্গে নতুন একটি গানের প্রোজেক্টে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে।
1010
এছাড়াও রুশো ব্রদার্সের সঙ্গে স্পাই থ্রিলার সিটাডেল-এর শুটিং নিয়েও ব্যস্ত প্রিয়াঙ্কা। তবে কি সত্যিই বলিউড ছেড়ে হলিউডের নিজের জমি পাকিয়ে নিচ্ছেন প্রিয়ঙ্কা।