রুপ থেকে শুরু করে গায়ের রঙ, একাধিক তোপের মুখে পড়ে বলিউড সেলেবদের ট্রোল হওয়াটা যেন নিত্য দিনের বিষয়। যদিও সেই দিকে বিন্দু মাত্র নজর দিতে ইচ্ছুক নন অনেকেই, তবুও কোথাও গিয়ে যে মের কোণে আক্ষেপ থেকেই যায়।
সম্প্রতি নিজের বই প্রকাশ করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। যার একাধিক অধ্যায় জুড়ে রয়েছে তাঁর জীবনের এমন কিছু কথা, যা ভোলার নয়।
আজও একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। একের পর এক বিস্ফোরক মন্তব্য তুলে ধরনে প্রিয়ঙ্কা তাঁর কেরিয়ারের নানা চ্যাপটার থেকে।
যতই দেশ বিশ্ব উন্নতির কথা বলুক, আজও কি কালো ফর্সা ভেদাভেদ গিয়েছে! প্রশ্ন তোলেন প্রিয়ঙ্কা।
এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছিলেন, যে ব্রাউন গায়ের রঙ, অর্থাৎ যা ভারতীয় আসল রঙ, তা নিয়ে বলিউডে কাজ করছে খুব কম সংখ্যক মানুষ।
নিজের দক্ষতা প্রমাণ করার পরও মানুষের চোখ থেকে সরেনি গায়ের রঙের ভেদাভেদ। যা নিয়ে একাধিকবার সমালোচিত হতে হয়েছে প্রিয়ঙ্কাকে।
যাঁরা তাঁকে চেনেন, যাঁরা তাঁর গুণের কদর করেন, তাঁরা সব সময় উৎসাহ যুগিয়ে এসেছেন।
কিন্তু যারা সমালোচনা করে, তাঁদের এই ট্রোল, মন্তব্য, মনে আঘাতও পৌঁছে দেয়। ভেঙে দেয় মনোবল।
যার ফলে একাধিকবার এই নিয়ে মুখ খুলেও কোনও লাভ হয়নি প্রিয়ঙ্কার। হলিউড-বলিউডে রাজ করা প্রিয়ঙ্কা চেয়েছেন, এই ভেদাভেদ মুছে ফেলতে, কিন্তু তিনিই উল্টে আজও কুৎসার শিকার।