আলমারি খুলতেই বেরিয়ে এলো প্রিয়ঙ্কার বয়ফ্রেন্ড, বিপদে পিগি চপস, অভিযোগ গেল মায়ের কাছে

Published : Feb 14, 2021, 12:16 PM IST

প্রিয়ঙ্কা চোপড়ার জীবন এখন এক খোলা বই। আর কোনও জল্পনা নয়। এখন পিগি চপসের জীবনের সবটাই খুব স্পষ্ট। সম্প্রতি তাঁর লেখা বই আনফিনিস্ট প্রকাশ্যে আসার পরই তাঁর জীবনে জড়িয়ে থাকা একাধিক অধ্যায় এভাবেই তুলে ধরলেন তিনি নিজে। 

PREV
110
আলমারি খুলতেই বেরিয়ে এলো প্রিয়ঙ্কার বয়ফ্রেন্ড, বিপদে পিগি চপস, অভিযোগ গেল মায়ের কাছে

প্রিয়ঙ্কা চোপড়া বরাবরই নিজের জীবনের কোনও দিকই লুকেয়ে রাখা পছন্দ করেন না। তাঁর কথায় যত চাপবে ততই রটনায় ভরবে। 

210

তাই নিজের বইতে সবটাই তুলে ধরেছেন প্রিয়ঙ্কা। বলিউড থেকে শুরু করে তাঁর জীবনে জড়িয়ে থাকা কন্ট্রোভার্সি, কিছুই বাদ পড়েনি। 

310

এবার তেমনই এক গল্পে মাতল নেট দুনিয়া। প্রিয়ঙ্কার বয়ফ্রেন্ড লুকিয়ে আলমারি, হাতেনাতে ধরা পড়েছিলেন বব। 

410

এই নাম উল্লেখ করেই বইতে লিখেছিলেন প্রিয়ঙ্কা, বব আর তিনি ঘরে বসে টিভি দেখছিলেন। এমন সময় তাঁর আন্টির গলা শোনা যায়। 

510

তিনি জানলা দিয়ে ঝুঁকে দেখেন আন্টি সিঁড়ি দিয়ে উঠছেন। প্রিয়ঙ্কা তারাতারি নিচে নেমে যান তাঁকে সাহায্য করতে। 

610

ধীরে ধীরে ওপরে উঠে আসার পর প্রিয়ঙ্কার ঘরে ঢোকেন তিনি। দেখে অবার প্রিয়ঙ্কা। তিনি বই নিয়ে বসে পড়েন। 

710

দেখাতে চান যে তিনি পড়ছেন। কিন্তু তেমনটা ছিল না সত্যি খবর। উল্টে প্রিয়ঙ্কার তখন ঘাম ঝড়ছে। 

810

এর কিছুক্ষণের মধ্যেই আন্টির নজর যায় আলমারিতে। তিনি আলমারির দিকে তাকিয়ে বলেন তা খুলতে। 

910

প্রিয়ঙ্কা ভয়ে ভয়ে খোলেন। আর খুলতেই দেখেন ভেতরে রয়েছে বব। এই খবর মুহূর্তে পৌঁচ্ছে যায় প্রিয়ঙ্কার মায়ের কাছে। 

1010

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

click me!

Recommended Stories