১0 বছরের ব্যবধানে সম্পর্ক, নিকের সঙ্গে সংসার কতটা চ্যালেঞ্জের, মুখ খুললেন প্রিয়ঙ্কা
সম্পর্কের খবর যখন ছড়িয়ে পড়েছিল সর্বত্র তখন থেকেই সকলের সামনে উঠে আসে একটি প্রশ্ন, এই সম্পর্ক টিকবে তো। কেউ বলে হ্যা কেউ বলে না কেউ আবার শুধুই মজা দেখে। আর একাধিকবার প্রশ্নের সামনে পড়তে হয় নিক প্রিয়ঙ্কার জুটিকে।