বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং হলিউড পপ তারকা নিক জোনাস প্রায়শই খবরের শিরোনামে থাকেন। বি-টাউনই শুধু নয়, হলিউডেও বেশ পরিচিতি এই কাপল।বর্তমানে নিজের চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে লস অ্যাঞ্জেলসে রয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা। সোশ্যাল মিডিয়ায় তারকাদের থ্রো-ব্যাক ভিডিও আজকাল খুবই ভাইরাল হচ্ছে। সম্প্রতি লকডাউনে বিনোদনের রসদ হিসেবে প্রিয়ঙ্কার একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে প্রিয়ঙ্কা চোপড়া স্বামী নিক জোনাসের বেডরুম সিক্রেট ফাঁস করেছিলেন।প্রিয়ঙ্কা জানিয়েছিলন, নিক জোনাস নাকি এই জিনিসটা ছাড়া বাঁচতে পারবেন না। প্রিয়ঙ্কার এই গোপন তথ্যই নেটদুনিয়ায় ভাইরাল।