বিকিনিতে ঠিকরে পড়ছে HOTNESS, জাঁকিয়ে শীত পড়তেই উষ্ণতার পারদ চড়ালেন প্রিয়ঙ্কা

দেশে বিভিন্ন জায়গায় ক্রমশ জাঁকিয়ে নামছে শীতে। মাঝে শীত চলেই গিয়েছিল বলে ভেবে ফেলেছিল দেশবাসী। হঠাৎই তাপমাত্রা ক্রমশ নেমেই চলেছে। কনকনে ঠান্ডায় সকলের কাজ করার ক্ষমতা কমে আসছে। লেপের ভিতর ঢুকলে আর বেরিয়ে আসাও মুশকিল। এরই মধ্যে প্রিয়ঙ্কা চোপড়া সাহায্য করছেন উষ্ণতার পারদ চড়াতে। ভক্তদের ঠান্ডার কাঁপুনি দূর করতে এসে গিয়েছেন প্রিয়ঙ্কা। 
 

Adrika Das | Published : Feb 1, 2021 8:02 AM / Updated: Feb 01 2021, 03:44 PM IST
18
বিকিনিতে ঠিকরে পড়ছে HOTNESS, জাঁকিয়ে শীত পড়তেই উষ্ণতার পারদ চড়ালেন প্রিয়ঙ্কা

লাল রঙের বিকিনিতে ধরা দিলেন অভিনেত্রী। বয়স এবার ৪০ ছুঁই ছুঁই। যদিও তার লেশমাত্র নেই তাঁর হটনেসে। 

28

বরং ওয়াইনের মতই বয়স বাড়তে বাড়তেই আরও গ্ল্যামারাস হয়ে উঠছেন তিনি। এ কী হলিউডের হাওয়ায়। 

38

নাকি ভারতীয় জিন। তা বলা কঠিন। সারাদিনের কাজের পর পুলের ধারে লাল বিকিনিতে ধরা দিলেন প্রিয়ঙ্কা। 

48

লাল রঙের অফ শোল্ডার বিকিনি পরে বসে রয়েছেন তিনি। উঁচু অ্যাঙ্গেল থেকে তুলেছেন কয়েকটি ছবি। 

58

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিতেই নিমেষের মধ্যে নেটদুনিয়ায় ঝড় তুললে মিসেস জোনাস। 

68

প্রিয়ঙ্কা এবং বিকিনি এই দু'টি শব্দ যেন ওতোপ্রতভাবে জড়িত। যে সময় থেকে বলিউডে পদার্পণ করেছেন সেই সময় থেকেই স্যুইমসুটে নিত্যনতুন অবতারে ধরা দিয়েছেন তিনি। 

 

78

বিকিনি ফ্যাশনেও এনেছেন বদল। দোস্তানা ছবিতে সোনালি রঙের বিকিনিতে সমুদ্রসৈকতে দৌড়চ্ছেন প্রিয়ঙ্কা। 

88

সেই দৃশ্য আইকনিক বললে ভুল হবে না। আজও সকলের চোখে লেগে রয়েছে প্রিয়ঙ্কার সেই গোল্ডেন বিকিনি। লাল হোক বা অন্য রঙ, যেকোনও বিকিনিতেই যে প্রিয়ঙ্কা হটনেসের মাত্রা ছাড়ান তার কোনও সন্দেহ নেই। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos