স্তনের আকার থেকে শরীর, বয়স লুকোতেই সার্জারি করাচ্ছেন সহকর্মীরা, ক্ষোভ উগরালেন রাধিকা

Published : May 30, 2022, 02:27 PM IST

বি-টাউনের সাহসী অভিনেত্রী হিসেবেও বলি মহলে যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। ডি-গ্ল্যাম লুকের বাইরেও অন্য ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাধিকা । বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে  আন্তর্জাতিক  ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। তবে  মুম্বইয়ের মধ্যে থাকতে যেন দমবন্ধ হয়ে আসছে রাধিকার। তাই ছবির কাজ শেষ করেই টুক করেই মুম্বই ছেড়ে লন্ডনে উড়ে যান রাধিকা। স্বামীর সঙ্গে কিছুটা দিন থেকে ভাল সময় কাটিয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে ফিরে আসেন রাধিকা আপ্তে। কারণ মুম্বইয়ের থেকে লন্ডনের বাতাস অনেক বেশি শুদ্ধ বলে মানেন পার্চড নায়িকা। চারপাশে সকলেই যেন প্লাস্টিক সার্জারি করতে ব্যস্ত। তবে  স্তন থেকে শরীর বদলাতে গিয়ে যেন নিমেষে সবটা বদলে যাচ্ছে। আর এসবের মধ্যে থাকতে গিয়ে ক্লান্ত বোধ করছেন নায়িকা। এবার সার্জারি  নিয়ে ক্ষোভ উগরে দিলেন পার্চড নায়িকা।  

PREV
19
স্তনের আকার থেকে শরীর, বয়স লুকোতেই সার্জারি করাচ্ছেন সহকর্মীরা, ক্ষোভ উগরালেন রাধিকা


ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। 

29

ডি-গ্ল্যাম লুকের বাইরে যে কোনও সাধারণ চরিত্র-সবেতেই সাবলীল এই তন্বী নায়িকা। একের পর এক ছবিতে অভিনয় করে রীতিমতো দর্শকদের মন জয় করে নিয়েছেন রাধিকা। বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে  আন্তর্জাতিক  ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। 

39


বারবার নিজেকে ভাঙা গড়ার খেলায় মেতে উঠেছেন  রাধিকা আপ্তে। বলিপাড়ার একঝাঁক নায়িকাদের ভিড়ে রাধিকা যেন  সকলের চেয়ে একটু হলেও আলাদা। চরিত্রের জন্য যতটা গভীরে যাওয়া যায় ততটাই যেতে রাজি রাধিকা আপ্তে।

49

তবে  মুম্বইয়ের মধ্যে থাকতে যেন দমবন্ধ হয়ে আসছে রাধিকার। তাই ছবির কাজ শেষ করেই টুক করেই মুম্বই ছেড়ে লন্ডনে উড়ে যান রাধিকা। স্বামীর সঙ্গে কিছুটা দিন থেকে ভাল সময় কাটিয়ে প্রাণ ভরে শ্বাস নিয়ে ফিরে আসেন রাধিকা আপ্তে। কারণ মুম্বইয়ের থেকে লন্ডনের বাতাস অনেক বেশি শুদ্ধ বলে মানেন পার্চড নায়িকা। 

59


চারপাশে সকলেই যেন প্লাস্টিক সার্জারি করতে ব্যস্ত। তবে  স্তন থেকে শরীর বদলাতে গিয়ে যেন নিমেষে সবটা বদলে যাচ্ছে। আর এসবের মধ্যে থাকতে গিয়ে ক্লান্ত বোধ করছেন নায়িকা। এবার সার্জারি  নিয়ে ক্ষোভ উগরে দিলেন পার্চড নায়িকা।

69

রাধিকা জানিয়েছেন, বয়স তো বাড়বেই। তার জন্য ত্বকের ভাঁজ ঢাকতে একের পর এক অস্ত্রোপচার করতে যাব। স্বাভাবিকতা কি এতটাই ঘৃণ্য। অথচ কেউ এর প্রতিবাদও করেন না। কখনও বলেন না এটা ভুল। এটা নিয়েই চরম আক্ষেপ পার্চড  নায়িকার।
 

79

অভিনেত্রী জানান কাজের প্রয়োজনে যতটুকু দরকার ঠিক ততটুকুই মুম্বইয়ের সঙ্গে সংযোগ রাখেন রাধিকা আপ্তে। কারণ নায়িকার মতে মুম্বইয়ের সঙ্গে বেশি মিশলে তার মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে বলে মনে করেন তিনি।
 

89

রাধিকার মতে, পেশাগত জীবনের আসল চ্যালেঞ্জ হল প্রত্যাখ্যানের ধাক্কা সামলে নিতে শেখা, আর সেটা তিনি শিখে গেছেন।  নিজের অভিনয় দক্ষতার জেরেই ১৭ বছর কাটিয়ে দিয়েছেন এই ইন্ডাস্ট্রিতে।

99


রাধিকার মতো প্রতিভাবান অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে প্রায় হাতে গোনা। বয়স যতই বাড়ুক, আত্মবিশ্বাস তুঙ্গে অভিনেত্রীর। কোনও কিছুর সঙ্গে আপস করতে রাজি নন। কারণ তিনি নিজের মতোন করে বাঁচতে চান। 'পার্চড' ছবিতে রাধিকাকে পুরো নগ্ন অবস্থায় আদিল হুসেনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখেই বয়কটের ডাক উঠেছিল। হাজারো বিতর্কের ঝড় উঠলেও পিছু হঠেনি রাধিকা আপ্তে।

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories