বলিউডে অভিনেত্রীদের দেখা হয় ধর্ষিতা এবং অবলা জীব হিসেবে, নেপথ্যে রাজ কাপুর

রাজ কাপুর, বলিউড শোম্যান। তাঁর নাম আজও সকলে ভারতীয় সিনেমার এক অন্যতম অভিনেতা, লেজেন্ড হিসেবেই, নিউ ওয়েভ ফিল্মের জনক হিসেবেই চেনে। এক সময় গোটা বলিউড ছিল তাঁর এক হাতের মুঠোয়। কিন্তু কীভাবে। এই নিয়ে প্রশ্ন তুললেই উঠে আসে একটি বিষয়যা সহজে মেনে নিতে চায়নি রাজ কাপুরের ভক্তরা। উইমেন ওবজেক্টিফাইয়িং। যার অর্থ মহিলাদের জিনিস হিসেবে দেখা। অধিকাংশ সিনেপ্রেমীদের মতে রাজ কাপুরের ছবিতে মহিলাদের অপ্রয়োজনীয়ভাবে একপ্লয়েট করা হয়েছে। জিনত আমান, পদ্মিনী, মন্দাকিনি, প্রায় প্রত্যেক অভিনেত্রীকেই অন্তর্বাস ছাড়াই ট্রান্সপারেন্ট শাড়ি পরানো, এছাড়া তাঁদের চরিত্রগুলিকেও সিনেমায় অবেজক্টিফআই করেছেন রাজ কাপুর। 

Adrika Das | Published : Apr 24, 2020 7:22 AM IST
110
বলিউডে অভিনেত্রীদের দেখা হয় ধর্ষিতা এবং অবলা জীব হিসেবে, নেপথ্যে রাজ কাপুর

রাজ কাপুর মহিলাদের সম্বন্ধে ঠিক কী ভাবতেন তার বেশ খানিকটা বিবরণ দেওয়া ছিল তাঁর মেয়ে রীতু নন্দার লেখা বই নাম রাজ কাপুর স্পিকসে।  

210

আরও একটি বই ছিল ইনসাইট অফ দ্য কাপুরস। মধু জৈনের লেখা এই বইতেও রাজ কাপুরের সম্বন্ধে বহু অজানা তথ্য বেরিয়ে আসে। 

310

অনেকে এও মানেন বলিউড চিরকাল মহিলাদের বেচারি বানিয়ে রাখার পর্ধান কারণ হল রাজ কাপুরের এই ছবিগুলি।

410

অভিনেত্রীদের ট্রান্সপারেন্ট শাড়ি পরানো, কিংবা আওয়ারা ছবিতে নার্গিসকে থাপ্পড় মারা। 

510

অন্যদিকে মেরা নাম জোকারে পদ্মিনীর চরিত্রের অ্যাসাসিনেশন, সব কিছু মিলিয়ে বলিউডে তৈরি হয়নি অভিনেত্রীদের দাপট।

610

এখনকার অভিনেত্রীরা এ কথা স্বীকারও করেছেন যে, প্রথমে মহিলাদের যেভাবে দেখা হত বলিউডে তার বিপুল বদল ঘটেছে। 

710

তবু আজও তৈরি হয় কবীর সিংয়ের মতো ছবি, কার্তিক আরিয়ান সাহস পায় বোনকে নিয়ে মিস্যোজিনিস্টিক টিকটক ভিডিও বানানোর।

810

বলিউড কি কোনওভাবে রাজ কাপুরের থেকে অনুপ্রেরণা পেয়েই মহিলা চরিত্রগুলিকে একজন ধর্ষিতা কিংবা বেচারি কিংবা অবলা জীবের মত পর্দায় দেখিয়ে এসেছে।

910


বিতর্কিত এই বিষয় নিয়ে রাজ কাপুরকে বলিউডের শোম্যান মানতে নারাজ বহু সিনেপ্রেমীরা। 

1010

যুগ যত এগোচ্ছে রাজ কাপুর এবং বলিউডের মিস্যোজিনির বিরুদ্ধে স্বর তুলছে অসংখ্য দর্শক। 

Share this Photo Gallery
click me!

Latest Videos