রাজ কাপুর, বলিউড শোম্যান। তাঁর নাম আজও সকলে ভারতীয় সিনেমার এক অন্যতম অভিনেতা, লেজেন্ড হিসেবেই, নিউ ওয়েভ ফিল্মের জনক হিসেবেই চেনে। এক সময় গোটা বলিউড ছিল তাঁর এক হাতের মুঠোয়। কিন্তু কীভাবে। এই নিয়ে প্রশ্ন তুললেই উঠে আসে একটি বিষয়যা সহজে মেনে নিতে চায়নি রাজ কাপুরের ভক্তরা। উইমেন ওবজেক্টিফাইয়িং। যার অর্থ মহিলাদের জিনিস হিসেবে দেখা। অধিকাংশ সিনেপ্রেমীদের মতে রাজ কাপুরের ছবিতে মহিলাদের অপ্রয়োজনীয়ভাবে একপ্লয়েট করা হয়েছে। জিনত আমান, পদ্মিনী, মন্দাকিনি, প্রায় প্রত্যেক অভিনেত্রীকেই অন্তর্বাস ছাড়াই ট্রান্সপারেন্ট শাড়ি পরানো, এছাড়া তাঁদের চরিত্রগুলিকেও সিনেমায় অবেজক্টিফআই করেছেন রাজ কাপুর।