পুল সাইডে দাঁড়িয়ে একদম রাজার চালে খোশ মেজাজে পোজ দিলেন অভিনেতা। বেশ কিছু ছবি তুললো পাপাড়াৎজিরা। কিছুক্ষণ পর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে চলে গেলেন প্রেস কনফারেন্স হলের দিকে। কলকাতায় এসে তাঁর কেমন লাগছে জানতে চাওয়া হলে রাজকুমার জানান, যে তাঁর খুব প্রিয় শহর এটি, কলকাতায় এসে খুবই ভালো লাগছে। কলকাতার মিষ্টি দই, হাওড়া ব্রিজ ছাড়াও তাঁর আর কি ভালো লাগে জিজ্ঞেস করা হলে তিনি জানান পত্রলেখা অর্থাৎ তাঁর স্ত্রী কেই সবচেয়ে ভালো লাগে।