উরফি জাভেদ সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, সেখানে তিনি জিগেস করেন যে 'এসব কি হচ্ছে এই পৃথিবী তে'। কিছু দিন আগে উরফি লোহার শিকলের তৈরি একটি আউটফিতে পড়েছিলেন, যার ফলে তাঁর গলা ও ঘাড়ে লাল কালশিটের দাগ পড়েছিল ,এরপর তাঁর অনুরাগী দের মধ্যে গুজব ছড়ায় যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন উরফি।