সাদা ও রূপোলি কম্বিনেশনে কাঁধখোলা স্লিট গাউন, হীরের নেকলেস-এ নজর কেড়েছেন পত্রলেখা অন্যদিকে ম্যাচিং করা সাদা পোশাকে দেখা গেল রাজকুমারকে (Rajkumar Rao)। এবং রাজকুমারকে বিয়ের প্রস্তাব দিতে স্লিট গাউন পরেই হাঁটু মুড়ে বসেও পরেন পত্রলেখা (Patralekha Paul) । একে অপরের সঙ্গে বাগগান পর্ব সেরেই বুঝিয়ে দিয়েছেন কতটা মর্যাদা দেন পরস্পরকে।