সারা রাত ঘুমোতে দেয়নি, আমার জীবন নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী, রাখির বিস্ফোরক বয়ানে তোলপাড় গোটা দেশ

ড্রামাকুইন মানে সকলেরই একজনের নামে সবার আগে মনে আসে, তিনি হলেন বিনোদন জগতের পপুলার ড্রামাকুইন রাখি সাওয়ান্ত। তার মুখে কোনও লাগাম নেই, যখন যেটা মনে হয় সেটা যেন মুখ ফুটে বলে দেন,তেমনই আবার কাজেও করে দেখিয়ে দেন রাখি সাওয়ান্ত। তার এই সাহসীকতার জন্যই তিনি শিরোনামে থাকেন। এবং শিরোনামে থাকতেই নানা রকমের মন্তব্য করে থাকেন রাখি সাওয়ান্ত। প্রেমিক আদিল খানের সঙ্গে প্রেমে মজে আছেন রাখি। তাদের অন্তরঙ্গতাই এখন নেটদুনিয়ার হটকেক। মুম্বই বিমানবন্দরের বাইরে রাখি সাওয়ান্তকে দেখলেই যেন ঝেকে ধরেন পাপারাৎজিরা। এবারও তেমনটাই হল। রাখিকে দেখে পাপারাৎজিরা এগিয়ে আসতেই রাখি বলেন, তিনি দুই রাত ঘুমাননি, তার জীবন ধ্বংস করে দিয়েছেন মোদীজি। প্রকাশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে শিরোনামে উঠে এসেছেন ড্রামাকুইন রাখি সাওয়ান্ত।

Riya Das | Published : Jul 26, 2022 8:10 AM IST
19
সারা রাত ঘুমোতে দেয়নি, আমার জীবন নষ্ট করে দিয়েছে নরেন্দ্র মোদী, রাখির বিস্ফোরক বয়ানে তোলপাড় গোটা দেশ

একের পর এক ছবি পোস্ট করে লাইমলাইটের শীর্ষে সবর্দাই থাকেন  বলিউডের ড্রামাকুইন।  বলি অভিনেত্রীদের মতোই বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় বির্তকের কেন্দ্রবিন্দুতে থাকেন রাখি সাওয়ান্ত । 
 

29


কখনও বিয়ে, কখন প্রেগনেন্সি আবার কখনও বা কন্ট্রোভার্সি ভিডিও পোস্ট করে নয়া চমক দেন অভিনেত্রী। তবে এবার যেন সবকিছুকে ছাপিয়ে গেলেন রাখি সাওয়ান্ত। এবার কিনা দেশের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুললেন রাখি সাওয়ান্ত।

39

মুম্বই বিমানবন্দরের বাইরে হামেশাই দেখা যায় রাখি সাওয়ান্তকে । রাখি সাওয়ান্তকে দেখলেই যেন ঝেকে ধরেন পাপারাৎজিরা। এবারও তেমনটাই হল। রাখিকে দেখে পাপারাৎজিরা এগিয়ে আসতেই রাখি বলেন, তিনি দুই রাত ঘুমাননি, তার জীবন ধ্বংস করে দিয়েছেন মোদীজি। প্রকাশ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলে শিরোনামে উঠে এসেছেন ড্রামাকুইন রাখি সাওয়ান্ত।
 

49


 অভিনেত্রী পাপারাৎজিদের উদ্দেশ্যে বলেছেন, 'আমি গত দুই রাত ধরে ঘুমাইনি এবং মোদীজি আমার জীবন ধ্বংস করে দিয়েছে। কী এমন করলেন মোদীজি, যার জন্য প্রকাশ্যেই আঙুল তুললেন ক্যামেরার সামনে'। রাখির এই মন্তব্যেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি একটু খোলসা করে বলা যাক।

59

আসলে  রাখি  সাওয়ান্ত বুস্টার ডোজ নিয়েছেন। এবং এই বুস্টার ডোজ নেওয়ার পর থেকেই আর ঘুমোতে পারছেন না রাখি। রাখি  জানিয়েছেন, আমার হার্টবিট অনেক ফার্স্ট, আমি প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি এবং তাই নয় আমার মুখও ফুলে গেছে। 

69

রাখি আরও জানিয়েছেন, বুস্টার ডোজ নেওয়ার পর থেক আমি আধঘন্টাও শুয়ে থাকতে পারিনি।  খুবই খারাপ অবস্থায় আছি। এবং সারাক্ষণই আমি আদিলকে খুঁজে বেড়াচ্ছি।  রাখি আরও জানিয়েছেন যে এই বুস্টার ডোজ শুধুমাত্র সিনিয়রদের নেওয়া উচিত।
 

79


রাখি এই বুস্টার ডোজ নিয়ে বলেন,  এই বুস্টার নাকি খানিকটা শিলাজিৎ বা ভায়াগ্রার মতো। যা আপনার শরীরের ভিতরে গিয়ে গরম করে দেবে। তিনি পাপারাৎজিদের উদ্দেশ্যে আরও বলেন এই বুস্টার ডোজ ৬০ বছরের পর নেওয়া উচিত।

89


কিছুদিন আগেও নিজের ইনস্টাগ্রামে কোভিড-১৯ বুস্টার ডোজ নেওয়ার একটি ভিডিও শেয়ার করেছিলেন। এবং তারপর তিনি যেভাবে মোদীজির দিকে আঙুল তুলেছেন, তা নিয়ে চরম সমোলোচনার মুখে পড়েছেন রাখি সাওয়ান্ত। যদিও সমালোচনাকে পাত্তা দেন না রাখি, তিনি শিরোনামে থাকতে নিজের মতোই করে সবটা করছেন। 

99


নরেন্দ্র মোদীর দিকে আঙুল তুলতেই কমেন্টের বন্যা বয়ে গেছে। নেটিজেনদের একজন লিখেছেন, আপনি যদি আপনার শরীর থেকে সমস্ত ফিলার ও বোটক্স বের করে দেন তবে এটি ফুলে উঠবে না। আবার অন্য একজন রাখিকে বলেছেন, আমাদের জীবন বাঁচানোর চেষ্টা করার জন্য প্রধানমন্ত্রী বা বুস্টারকে দায়ী করবেন না। 
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos