হবু জামাই ক্যাসিনোভা, মহিলা মহলে বদনাম রণবীর, আলিয়ার পরিবারের কী মত

Published : Sep 28, 2021, 01:48 PM IST

লকডাউন ও করোনা ভাইরাসের পরিস্থিতি যদি এমন না থাকত তবে হয়তো এতদিনে আলিয়া ও রণবীরের বিয়ের ফুল এতদিনে ফুঁটে যেত। তবে এখন লিভইনেই রয়েছে এই জুটি। রণবীর কাপুরকে নিয়ে মহেশ ভাটকে তো মন্তব্য করতে শোনা যায়, কিন্তু এবার হবু জামাইকে নিয়ে মুখ খুললেন সোনি রাজধান। 

PREV
19
হবু জামাই ক্যাসিনোভা, মহিলা মহলে বদনাম রণবীর, আলিয়ার পরিবারের কী মত

একাধিক সম্পর্কের পর অবশেষে রণবীর কাপুর (Ranbir Kapoor) আলিয়াতে (Alia Bhatt) এসে থেমেছেন। শেষ দুই-আড়াই বছরে এই সম্পর্কে (Relationship) কোনও আঁচ আসেনি।

29

রণবীর কাপুরকে নিয়ে একাধিক মত সর্বত্র ছড়িয়ে। কেউ বলে প্লেবয়, কেউ আবার বলে ওম্যানস ম্যান বা লেডিস ম্যান ।

39

দূরের কারুর নয়। খোদ আলিয়ার বাবা মহেশ ভাটই একবার প্রকাশ্যে জানিয়েছিলেন রণবীরকে নিয়ে এমন কথা। তাতেই ইঙ্গিত স্পষ্ট। 

49

তবে আলিয়ার মায়ের চোখে কেমন হবু জামাই! তাঁর অতীতের একাধিক সম্পর্ক ছিল, তা নিয়েই বা কীভাবেন তিনি! আলিয়াকেও কি ঠকাবেন রণবীর!

59

প্রশ্ন করাতেই সাফ উত্তর দিয়েছিলেন সোনি রাজধান, তাঁর মেয়ের খুশিতেই তিনি খুশি। এক কথায় বলতে গেলে আলিয়ার সিদ্ধান্তই শেষ কথা।

69

রণবীর আলিয়া ভালো আছেন। একটা মা হিসেবে এই নিয়ে প্রকাশ্যে কথা বলা শোভা পায় না। তিনি তা পছন্দও করেন না।

79

আলিয়া ভালো আছে এটাই সব থেকে মা হিয়েবে বড় পাওয়া। প্রথম থেকেই আলিয়ার নজরে ছিলেন রণবীর। আলিয়ার আশা পূরণ হয়েছে। 

89

বিটাউনে পা রাখা মাত্রই আলিয়া খোলসা করেছিলেন, যে তিনি রণবীর কাপুরকে পছন্দ করেন। ভবিষ্যতে তেমনটাই হয়। টিনেজ থেকেই তিনি রণবীর ভক্ত। 

99

যদিও আলিয়া প্রথমে ডেটিং এ মেতেছিলেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। সেই প্রেম খুব বেশিদিন দানা বাঁধেনি।  তবে রণবীরের সঙ্গে সবটাই খুব পাকাপোক্ত। তা স্পষ্ট এখন সকলের সামনে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories