আজ, ৯ ফেব্রুয়ারি চেম্বরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কাপুর বংশের রাজীব কাপুর। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৮। জানা যাচ্চে, কার্ডিয়্যাক অ্যারেস্টই অর্থাৎ হৃদরোগই হল মৃত্যুর কারণ। এদিন বিকেলে তাঁর শেষকৃত্যর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন কাপুর পরিবারের সকল সদস্য। গত বছর ঋষি কাপুরের প্রয়াণে এক বছর কাটতে না কাটতেই কাপুর পরিবারে ফের মৃত্যুক খবর।
রাজীব কাপুরের শেষকৃত্য সম্পন্ন করলেন অভিনেতা রণবীর কাপুর। সম্পর্কে রণবীরের কাকা হতেন তিনি।
28
আলিয়া ভাটের সঙ্গে মলদ্বীপে ছিলেন রণবীর। সেখান থেকে রাজীব কাপুরের মৃত্যুর খবর পেতেই তড়িঘড়ি ফ্লাইট ধরে মুম্বই ফিরে আসনে তাঁরা।
38
আলিয়া ভাটও উপস্থিত ছিলেন শেষকৃত্যে। করিনা কাপুর, করিশ্মা কাপুর, নীতু কাপুরকেও দেখা গিয়েছে।
48
চেম্বরের বাড়িতেই উপস্থিত হয়েছিলেন সকলে। শ্যুট ছেড়ে এসেছিলেন শাহরুখ খানও।
58
অসুস্থ অবস্থায় রণধীর কাপুরও এসে উপস্থিত হয়েছিলেন ভাই রাজীব কাপুরের শেষশ্রদ্ধায়।
68
রাজীব কাপুরের দাদা, অভিনেতা রণধীর কাপুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর মৃত্যুর খবর।
78
এদিন সকালেই রাজীব হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি তাকে চেম্বর ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
88
কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরই রাজীবকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।