Published : Feb 09, 2021, 04:52 PM ISTUpdated : Feb 09, 2021, 04:54 PM IST
সিনে জগতে নতুন জুটির মজাই আলাদা। একের পর এক স্টারকিডের বলিউড ডেবিউ হওয়ার পর বর্তমানে বিটাউনে নায়িকার সংখ্যা হু-হু করে বেড়েই চলেছে। ফলে কড়া টক্করে সামিল হাজার হাজার নায়িকা। তার মাঝেই নিজেকে প্রমাণ করে স্টানিং লুকে তাক লাগাচ্ছেন সারা আলি খান।