বারে বারে মেয়ের মুখে বালিশ চাপা দিচ্ছেন রানি, বিরক্ত আদিরা, কী এমন ঘটল পার্টিতে

Published : Feb 08, 2021, 02:33 PM ISTUpdated : Feb 08, 2021, 03:07 PM IST

পার্টিতে হাজির রানি মুখোপাধ্যায়। গাড়িতে মিলল ঝলক, পাশেই বসে রয়েছে আদিরা। তবে মুহূর্তে এ কি করলেন রানি, সকলের সামনেই আদিরার মুখে চাপা দিয়ে দিলেন একটি কুশন। কেন এমন কাণ্ড ঘটালেন রানি, মুহূর্তে ছবি হয়ে উঠল ভাইরাল। 

PREV
19
বারে বারে মেয়ের মুখে বালিশ চাপা দিচ্ছেন রানি, বিরক্ত আদিরা, কী এমন ঘটল পার্টিতে

রানি মুখোপাধ্যায় প্রতিটা স্টারের মতই নিজের সন্তানকে লাইম লাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন। বরাবরই তিনি এই বিষয় ভীষণ সচেতন। 

29

এবারও তার ব্যতিক্রম হল না। রানি মুখোপাধ্যায় ফোটোগ্রাফারদের সাফ জানিয়ে দেন, যেন কোনও আদিরার ছবি সামনে না আসে। 

39

কিন্তু সেই দিকে বিন্দু মাত্র কর্ণপাত করতে নারাজ পাপরাজিৎরা। যার ফলে আদিরাকে দেখলেই সকলেই এক কথায় ঝাঁপিয়ে পড়েন। 

49

রানি মুখোপাধ্যায় এবার হাজির হয়ে ছিলেন করণ জোহারের দুই সন্তানের জন্মদিনে। সঙ্গে নিয়েছিলেন আদিরাকে। 

59

সেখানে আসার সময়ই তাঁর গাড়ি ছেঁকে ধরে ফোটোগ্রাফাররা। সকলে মিলে ছবি তুলতে শুরু করে আদিরার। 

 

69

এই পরিস্থিতিতেই মেয়ের মুখ ঢাকতে রানি মুখোপাধ্যায় কুশন চাপা দিয়ে দিলেন। এতে রীতিমত বিরক্ত হয়ে যাচ্ছিল আদিরা। 

79

কিন্তু রানি নিজের সিদ্ধান্তে অনঢ়। যার ফলে এভাবেই পার্টিতে প্রবেশ করলেন তিনি। পার্টিতে প্রবেশ করেও একই নির্দেশ দিলেন তিনি। 

89

এই পার্টিতেই উপস্থিত ছিলেন মম টু বি করিনা কাপুর। বেবিবাম্প নিয়ে একাধিক পোজ দিয়ে ভাইরাল বেবো। তিনিও এই একইভাবে সন্তানদের আড়াল করতে চান। 

99

যদিও তৈমুরের বেলায় তা সম্ভব হয়নি। এবার অনুষ্কা আর বিরাটের পথই অনুসরণ করলেন। আগে থেকেই জানিয়ে দিলেন নতুন সন্তানের কোনও ছবি যেন প্রকাশ্যে না আসে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories