"তোমার সন্তানের মা হতে চাই", শাহরুখের সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বিস্ফোরক রানি

রানি মুখোপাধ্যায় অফ ক্যামেরায় দুটি জিনিসের জন্য জনপ্রিয়। এক ডিপ্লোম্যাটিক এবং অন্যটি হল বোল্ডনেস। একমাত্র অভিনেত্রী যিনি ডিপ্লোম্যাটিকালিও এমন কিছু মন্তব্য করেন যা একেবারে চাঁচাছোলা। সোজা সাপটা উত্তর দেবেন অথচ তা নিয়ে বিতর্ক তৈরি হবে না। খুব বেশি হলে গসিপের খাতায় পড়তে পারে সেই মন্তব্য। এরকমই এক মন্তব্য উনি করেছিলেন করণ জোহারের সেলেব্রিটি চ্যাট শো কফি উইথ করণে। শাহরুখ খানের দিকে প্রশ্ন ছুঁড়ে বলেছিলেন, কবে আমরা নিজেদের সন্তানের কথা ভাববো। অর্থাৎ কবে তাঁদের দুজনের সন্তান হবে। 

Adrika Das | Published : Apr 22, 2020 8:57 AM IST / Updated: Apr 22 2020, 02:44 PM IST
110
"তোমার সন্তানের মা হতে চাই", শাহরুখের সঙ্গে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে বিস্ফোরক রানি

স্বাভাবিকভাবেই এই মন্তব্যে অবাক হয়েছিলেন খোদ করণ জোহারও। একই কাউচে বসে থাকা বিদ্যা বালন অবাক হয়ে তাকিয়ে রয়েছেন করণের দিকে। 

210

যদিও পুরো বিষয়টি মজার ছলে বলা। করণের ব়্যাপিড ফ্যায়ার রাউন্ডটি অত্যন্ত ইন্টারেস্টিং। 

310

জেতার পর উপহার হিসেবে থাকে একটি দামী ও সুন্দর হ্যাম্পার। যার জন্য তারকারা অনেক রকম মিথ্যেও মজার ছলে বলে থাকেন। 

410

সেই তালিকায় এক সময় পড়তেন রানি মুখোপাধ্যায়ও। হ্যাম্পারের চক্করে শাহরুখের সন্তানের মা হতেও প্রস্তুত রানি। 

510

ব়্যাপিড ফ্যায়ারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি যদি সাংবাদিক হতেন তাহলে এই তারকাদের কী কী প্রশ্ন করতেন। 

610

তারকাদের তালিকায় নাম ছিল করিনা কাপুর, শাহরুখ খান, কাজলের। শাহরুখকে তিনি কী প্রশ্ন করতেন এর উত্তরে রানি অবাক করে দেন সকলকে।

710


তিনি বলে ওঠেন, "আমরা কবে নিজেদের ফ্যামিলি প্ল্যানিং করব। তোমার সন্তানের মা হতে চাই।" 

810

রানির এই উত্তরে বিদ্যা, যিনি শাহরুখের ডাউ হার্ড ফ্যান তিনি বলেন, "আমি আর একটু হলে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম।"

910

হতবাক হয়ে যাওয়া করণ তখনও রানির দিকে তাকিয়ে। অথচ রানি হেসে গড়িয়ে যাচ্ছেন কাউচে।

1010

তিনি পরিষ্কার করে বলে দিলেন, তিনি আসলে হ্যাম্পারের জন্যই এমন উত্তর দিচ্ছেন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos