মাত্র ১২ বছর বয়সে সঙ্গমে মেতেছিলেন রণবীর, তথ্য ফাঁস করলেন নিজেই

Published : May 17, 2020, 01:24 PM IST

রণবীর সিং বরাবরই বলিউডের হটস্টার। তাঁর ফ্যানের সংখ্যা বিস্তর। তবে বিটাউনের লাভ বয় ব্যাক্তিগত জীবনেেও প্রচুর রামলীলায় মেতেছিলেন তা বলাই বাহুল্য। নিজের সেক্ল লাইফ নিয়ে একাধিকবার খোলামেলা আলোচনা করতে দেখা যায় তাঁকে। তবে ২০১৪ সালের এক সাক্ষাৎকারে তাঁর করা মন্তব্য ঝড় তুলেছিল নেট-দুনিয়ায়। 

PREV
18
মাত্র ১২ বছর বয়সে সঙ্গমে মেতেছিলেন রণবীর, তথ্য ফাঁস করলেন নিজেই

রণবীর সিং ও দীাপিকার প্রেমলীলাতে বলিউড মাতলেও, পর্দার পেছনের কাহিনি বেশ খানিকটা আলাদা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন রণবীর। 

28

২০১৪ সালে ছবির প্রমোশনে এসে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন তিনি সেক্স লাইফ নিয়ে ছোট থেকেই ছিলেন বেশ কৌতুহলি। 

38

প্রথম কবে সঙ্গমের অভিজ্ঞতা সঞ্চয় করেন রণবীর প্রশ্ন করতেই বিস্ফোরক জবাব দিয়েছিলেন অভিনেতা। জানিয়েছিলেন মাত্র ১২ বছর বয়সেই তিনি ভার্জিনিটি হারিয়েছিলেন। 

48

এখানেই শেষ নয়,  তিনি মনে করে বলেন যে, তাঁর থেকে বয়সে বড় এক মহিলার সঙ্গে কৌতুহলের জেরেই তিনি এমনটা করেছিলেন। 

58

স্কুলেও রণবীরকে নিয়ে সব অভিভাবকেরা ভয়ে ভয়ে থাকতেন। রণবীর সবকিছুতেই এগিয়ে থাকতে পছন্দ করতেন। 

68

সঠিক বয়সের আগেই তিনি অনেক কিছু করে ফেলেছলেন। তাঁর সহপাঠীদের মায়েরা বলতেন, রণবীর সেই ছেলে, যার জন্য তাঁদের সন্তানেরা নষ্ট হতে পারে।

78

এখানেই শেষ নয়, পাশাপাশি রণবীর বলেছিলেন, তিনি এই বিষয়টা বেশ উপভোগ করতেন। তাই সর্বদাই তিনি পকেটে কন্ডোম রাখতেন। 

88

তবে দীপিকাকে দেখার পর সেসব বদঅভ্যাসে তিনি টেনেছেন ইতি। এখন সংসার আর বলিউড এই দুয়েই মেতে রয়েছেন সুপারস্টার।  

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories