সত্যিই কি রণবীরের সন্তানের মা হচ্ছেন দীপিকা? সন্তানের নাম নিয়ে চলছে জোর আলোচনা

একের পর এক খুশির খবরে মাতোয়ারা বলিউড। বলিউডে যেন খুশির হাওয়া বইছে। দীর্ঘদিন ধরেই বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সন্তান নিয়ে অনুরাগীদের উৎসাহ যেন বেড়েই চলেছে।  অভিনেত্রীরা ঢিলেঢালা পোশাক পরলেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠে। সেই তালিকায় রয়েছেন দীপিকা নিজেও। পরণে ঢিলেঢালা পোশাক, মাসকয়েক আগে হাসপাতালের বাইরে দীপিকাকে দেখে জল্পনা আরও বেড়েছিল। বেশ কয়েকমাস ধরেই দীপিকার মা হওয়ার জল্পনা তুঙ্গে। এবার সন্তানের নাম নিয়ে দীপিকার সঙ্গে আলোচনা শুরু করেছেন রণবীর, সেকথা 'জয়েশভাই জোরদার'-এর প্রচারে গিয়েই নিজেই ফাঁস করলেন অভিনেতা। তবে কি সত্যিই রণবীরের সন্তানের মা হতে চলেছেন দীপিকা, বাড়ছে জল্পনা।

Riya Das | Published : May 9, 2022 12:15 PM
19
সত্যিই কি রণবীরের সন্তানের মা হচ্ছেন দীপিকা? সন্তানের নাম নিয়ে  চলছে জোর আলোচনা

মা হওয়ার খুশির খবরে মাতোয়ারা বলিউড। বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সন্তান নিয়ে অনুরাগীদের উৎসাহ যেন বেড়েই চলেছে।  কবে মা হবেন দীপিকা পাড়ুকোন তার জন্য যেন অধীর আগ্রহে বসে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

29

অভিনেত্রীরা ঢিলেঢালা পোশাক পরলেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠে। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। পরণে ঢিলেঢালা পোশাক, মাসকয়েক আগে হাসপাতালের বাইরে দীপিকাকে দেখে জল্পনা আরও বেড়েছিল। বেশ কয়েকমাস ধরেই দীপিকার মা হওয়ার জল্পনা তুঙ্গে। 

39

এবার সন্তানের নাম নিয়ে দীপিকার সঙ্গে আলোচনা শুরু করেছেন রণবীর, সেকথা 'জয়েশভাই জোরদার'-এর প্রচারে গিয়েই নিজেই ফাঁস করলেন অভিনেতা। তবে কি সত্যিই রণবীরের সন্তানের মা হতে চলেছেন দীপিকা, বাড়ছে জল্পনা।

49

দীপিকা ও রণবীর মা হওয়ার জল্পনায় মুখ না খুললেও তাদের নিয়ে জল্পনা বেড়ে চলেছে। মাঝেমধ্যেই কিছু কথায় জল্পনা বাড়ছে ছাড়া কমছে না। ফের দীপিকার অন্তঃসত্ত্বার হওয়ার জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং রণবীর।

59

আসন্ন ছবি  'জয়েশভাই জোরদার'-এর প্রচারে গিয়েই বোমা ফাটালেন রণবীর নিজেই। অভিনেতা প্রশ্ন করা হয়, রণবীর এবং দীপিকার কন্যা সন্তান হলে নাম কী রাখবেন? এক মুহূর্ত সময় না নিয়ে রণবীর জানান, নামের উপর আমার ভীষণ ঝোঁক। আমি আর দীপিকা আমাদের সন্তানের সম্ভাব্য নাম নিয়ে আলোচনা করছি।

69

'জয়েশভাই জোরদার' ছবির মূল বার্তাই হল কন্যাভ্রুণ হত্যা রোখা।  জয়েশভাই-এর চরিত্র নিয়ে রণবীর বলেছেন, একজন সাধারণ মানুষ, যাকে দেখে হিরো মনে হবে না কিন্ত সেই অর্ডিনার মানুষটা জীবনে যে এক্সট্রা অর্ডিনারি কাজটা করে ফেলবে সেটাই তাকে হিরোতে পরিণত করবে। যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবি প্রযোজনা করছেন মনীশ শর্মা। ছবিতে একজন গুজরাতির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকার স্বামী রণবীর সিংকে।

79

'জয়েশভাই জোরদার' ছবির মূল বার্তাই হল কন্যাভ্রুণ হত্যা রোখা।  জয়েশভাই-এর চরিত্র নিয়ে রণবীর বলেছেন, একজন সাধারণ মানুষ, যাকে দেখে হিরো মনে হবে না কিন্ত সেই অর্ডিনার মানুষটা জীবনে যে এক্সট্রা অর্ডিনারি কাজটা করে ফেলবে সেটাই তাকে হিরোতে পরিণত করবে। যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবি প্রযোজনা করছেন মনীশ শর্মা। ছবিতে একজন গুজরাতির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকার স্বামী রণবীর সিংকে।

89

এটুকু বলেই থেমে গেছেন রণবীর। তবে বাচ্চার নামের তালিকা প্রকাশ করতে রাজি নন। যদি সিক্রেট নাম চুরি হয়ে যায় তাই এটা সিক্রেটই রেখেছেন রণবীর। ব্যস রণবীরের এই মন্তব্যের পরই দীপিকা প্রেগন্যান্সির হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

99

রিয়েল লাইফেও বছর খানের আগেও  সন্তানের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন রণবীর সিং। আগামী দু-বছরে ফ্যামিলি প্ল্যানিং সম্ভব নয়, কারণ হাতে রয়েছে একাধিক বিগ বাজেটের ছবি । কবে দুই থেক তিন হবে দীপবীর, তার অপেক্ষায় ভক্তরা।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos