'জয়েশভাই জোরদার' ছবির মূল বার্তাই হল কন্যাভ্রুণ হত্যা রোখা। জয়েশভাই-এর চরিত্র নিয়ে রণবীর বলেছেন, একজন সাধারণ মানুষ, যাকে দেখে হিরো মনে হবে না কিন্ত সেই অর্ডিনার মানুষটা জীবনে যে এক্সট্রা অর্ডিনারি কাজটা করে ফেলবে সেটাই তাকে হিরোতে পরিণত করবে। যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবি প্রযোজনা করছেন মনীশ শর্মা। ছবিতে একজন গুজরাতির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকার স্বামী রণবীর সিংকে।