Published : Aug 20, 2020, 09:11 AM ISTUpdated : Aug 20, 2020, 09:19 AM IST
দীপিকা-রণবীর, এক কথায় বলতে গেলে বলিউডের এই জুটি একে অন্যকে চোখে হারায়। একদিকে যতটা মজবুত তাঁদের মধ্যে থাকা সম্পর্কের বুনিয়াদ, ঠিক ততটাই প্রকাশ্যে একে অন্যকে তোপ হানতেও ছাড়েন না তাঁরা। খুনসুটির সেই ছবি ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতাতেও।