গ্রেফতারের আঁচ কি পেয়েছিলেন রিয়া, মঙ্গলবারই ২৫ বড় বলি স্টারের নাম করলেন ফাঁস

Published : Sep 08, 2020, 05:08 PM IST

ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে এবনসিবি, মঙ্গলবার রিয়া চক্রবর্তীকেও হেফাজতে নিল এনসিবি। টানা তিন দিনেরজেরাতে একাধিক তথ্য উঠে এসেছে। মাদক চক্রের যোগকে কেন্দ্র করেই হেফাজতে রিয়া চক্রবর্তী। মঙ্গলবার সকালেই ২৫ বড় স্টারেদের নাম ফাঁস করেছেন রিয়া, এবার সমন পাওয়ার অপেক্ষায় বলিউডের ২৫ স্টার... 

PREV
18
গ্রেফতারের আঁচ কি পেয়েছিলেন রিয়া, মঙ্গলবারই ২৫ বড় বলি স্টারের নাম করলেন ফাঁস

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে মিলেছিল ড্রাগের যোগ। প্রথম প্রসঙ্গেই উঠে এসেছিল সুশান্ত সিং রাজপুতের নাম।

28

প্রকাশ্যে এসেরিয়া চক্রবর্তী জানিয়েছিলেন তিনি এই নিকয়ে কিছুই জানেন না তিনি মাদকে হাতও দেন না।

38

 এরপরই নেট দুনিয়ায় ভাইরা হয়ে ওঠে একাধিক চ্যাট। ময়দানে ঘুটি সাজিয়ে মাঠে নেমে পড়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

 

48

শুক্রবার থেকে একাধিক নাটকিয় মোড়। প্রথমেই গ্রেফতার শৌভিক, এরপর একে একে নয়। শেষে মঙ্গলবার গ্রেফতার রিয়া। 

58

সকলকে মুখোমুখি বসিয়ে জেরা চালায় পাঁচ সদস্যের টিম। সেখানেই এবার মুখ খুললেন রিয়া ও শৌভিক। 

 

68

উঠে এলো বলিউডের ২৫ অভিনেতা-অভিনেত্রীর নাম। সকলকেই শীঘ্র সমন পাঠাবে এনসিবি। 

78

বর্তমানে এই তালিকাকে এ, বি, সি ক্যাটাগরিতেভাগ করা হয়েছে। তবে কার কার নিয়েছে এদিন রিয়া ও তাঁর ভাই প্রকাশ্যে আনা হয়নি। 

88

এরপর হেফাজতে নিয়ে চলবে আরও জেরা। সুশান্ত সিং মৃত্যু কেসের মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে এবার তোলা হবে আদালতে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories