ছয় মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন রিয়া চক্রবর্তী, নারী দিবসে মায়ের হাত চেপে ধরেই শুরু ফাইট ব্যাক

রিয়া চক্রবর্তী, লাইম লাইটে আসার জন্যে একের পর এক ঘুঁটি সাজিয়েছিলেন এই অভিনেত্রী। বিভিন্ন প্রযোজনার সঙ্গে যোগাযোগ রাখা, সুশান্তের সঙ্গে ছবি করা সবই ছিল পরিকল্পনার খাতায়। কিন্তু রাতারাতি এভাবে মিলবে জনপ্রিয়তা, তা দুঃস্বপ্নেও ভাবেননি রিয়া চক্রবর্তী। 

Jayita Chandra | Published : Mar 8, 2021 1:06 PM
110
ছয় মাস পর সোশ্যাল মিডিয়ায় ফিরলেন রিয়া চক্রবর্তী, নারী দিবসে মায়ের হাত চেপে ধরেই শুরু ফাইট ব্যাক

সুশান্ত সিং রাজপুতের জীবনে আসার পরই পাল্টাতে থাকে রিয়া চক্রবর্তীর জীবন। একের পর এক বিগ বাজেটের ছবি সাইন করেছিলেন তিনি। 

210

সুশান্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন, যার ফলে খানিক হলেও লাইম লাইটের আওতায় আসা। তার পরের একটা বছর আজও রহস্য। 

310

কে দোষী, কে নির্দোষ, সুশান্ত আত্মহত্যা আজও হাজার হাজার মানুষের মনে রহস্য হয়েই থেকে গিয়েছে। 

410

তারপরই শুরু হয়ে নয়া ঝড়। মাদক কাণ্ড থেকে শুরু করে সুশান্তের হত্যাকারী, একাধিক তকমা নিয়ে দিন কাটানো শুরু। 

510

রাত্রীবাস হয় জেলে। পরিবারের সকলেই ভেঙে পড়েছিলেন, প্রাথমিকভাবে মুখ খুললেও একটা সময়ের পর নিজেকে গুঁটিয়ে নেয় রিয়া। 

610

শেষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ছয় মাস আগে। পরিবারের হেনস্তার ছবি তুলে ধরেছিলেন তিনি। 

710

এই সময় রিয়া চক্রবর্তীর মা আগলে রেখেছিলেন মেয়েকে। একাধিকবার কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন, আমি ভয় পাই আমার মেয়েটা কিছু করে না ফেলে। 

810

মায়ের সেই দুঃসময় পাশে থাকাটাই শক্তি জুগিয়েছে রিয়াকে। তাই আবারও ফিরে এলেন তিনি সোশ্যাল দুনিয়ায়। 

910

নারী দিবসে মায়ের হাত চেপে ধরে ছবি পোস্ট করলেন রিয়া। জানালেন নিজের মনে কোণে জমে থাকা শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা।

1010

মুহূর্তে তা নজর কাড়ল নেট দুনিয়ার। আবারও ছন্দে ফিরছেন রিয়া চক্রবর্তী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos