'আমার মরে যাওয়া উচিৎ', রিয়ার গ্রেফতারের পর বাবার ভুঁয়ো ট্যুইট ঘিরে নেটদুনিয়া তোলপাড়

Published : Sep 10, 2020, 09:58 AM IST

একের পর এক কোপের মুখে এখন রিযা চক্রবর্তীর পরিবার। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, কেউ তাঁদের পরিবারকে ছেড়ে কথা বলতে নারাজ। এককথায় বলতে গেলে রিয়ার পরিবারকে এখন একপ্রকার কোণ ঠাঁসা করে ছেড়ে সমাজ, সুশান্তের মৃত্যু মেনে নেওয়ার নয়, এমনই দাবিতে জেরবার পরিবার। এমনই অবস্থায় কোন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন রিয়ার বাবা। 

PREV
18
'আমার মরে যাওয়া উচিৎ', রিয়ার গ্রেফতারের পর বাবার ভুঁয়ো ট্যুইট ঘিরে নেটদুনিয়া তোলপাড়

ইন্দ্রজিৎ চক্রবর্তী, রিয়া চক্রবর্তীর বাবা, পরিস্থিতি নিয়ে তিনি কী বলছেন! তাঁর প্রতিক্রিয়া জানার অপেক্ষায় দিন গুণছেন সকলেই। 

28

এমনই সময় পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রিয়া চক্রবর্তীর বাবা। বিস্ফোরক মন্তব্য ছড়িয়ে পড়ল নেট পাড়ায়।

 

38

সুশান্তের মৃত্যুর তদন্ত থেকে শুরু। এর পর ক্রমেই তাঁর পরিবারের নাম উঠে আসে প্রকাশ্যে। 

48

ছেলে মেয়ে গ্রেফতার, হত্যার ঘটনার সঙ্গে জুড়ছে নাম, মাদক চক্রেও উঠে এসেছে তাঁদের নাম। 

58

এমনই পরিস্থিতিতে কী ভাবছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী! তাঁর কথায় এবার তাঁরও মরে যাওয়া উচিৎ। বার্তা শোনা মাত্রই তা ছড়িয়ে পড়ে নেট পাড়ায়। 

68

পরবর্তীতে প্রকাশ্যে আসে তা একটি ফেক অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে। রিয়া চক্রবর্তীর বাবা এমন কিছুই ভাবেননি।

78

একটি ভুঁয়ো অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় এই বার্তা। যেখানে লেখা থাকে, তাঁদের মেয়ের সঙ্গে অন্যায় হচ্ছে, অসহায় বাবা হিসেবে মরে যাওয়াই উচিৎ। 

88

যদিও এখনও পর্যন্ত মেয়ের গ্রেফতার নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ইন্দ্রজিৎ চক্রবর্তী।  

click me!

Recommended Stories