সুশান্তের জন্যই ড্রাগস আনা, স্বীকার করলেন রিয়া, 'একই দিনে দিদির নামে অভিযোগ দায়ের, নয়া কৌশল'

টানা দুদিন ধরে চলে জেরা। মঙ্গলবারও ডাক পড়েছে রিয়া চক্রবর্তীর। জেরার মুখে একের পর এক তথ্য সামনে আনছেন রিয়া চক্রবর্তী। এক দিকে যেমন চলছে তদন্তের কাজ, তেমনই এর পাশাপাশি কৌশল ছকে চলেছেন রিয়া চক্রবর্তী। এবার এমনটাই দাবি করলেন সুশান্তের পরিবারের উকিল। 

Jayita Chandra | Published : Sep 8, 2020 3:06 AM IST
111
সুশান্তের জন্যই ড্রাগস আনা, স্বীকার করলেন রিয়া, 'একই দিনে দিদির নামে অভিযোগ দায়ের, নয়া কৌশল'

সুশান্ত সিং রাজপুতের কেসে ঠিক কোন পথে এগোতে চাইছেন রিয়া চক্রবর্তী তা এখনও স্পষ্ট নয়। একের পর এক পদক্ষেপে নয়া চাল । 

 

211

সম্প্রতি এনসিবির দফতরে একাধিক মন্তব্য করেছেন রিয়া চক্রবর্তী। যার মধ্যে বর্তমানে ভাইরাল মাদক নিয়ে তাঁর স্বীকারোক্তি। 

311

অবশেষে রিয়া চক্রবর্তী স্বীকার করে নিয়েছেন যে তিনি সুশান্তের জন্যই আনতেন ড্রাগস। কিন্তু সুশান্তের অজান্তে নয়। সুশান্তের হুকুমে। 

411

সুশান্তের বলে দেওয়া কথা গুলোই রিয়া ম্যাসেজ করতেন। নাম গোপনের জন্যই সবটা রিয়াই দেখতেন। 

511

সোমবার এমনই তথ্য তুলে ধরলেন রিয়া। আবার এই একই দিকে সুশান্তের দিদি প্রিয়ঙ্কা সিং-এর নামে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেছেন রিয়া চক্রবর্তী। 

611

তা নিয়ে এবার মুখ খুললেন সুশান্তের পারিবারিক উকিল বিকাশ সিং। তিনি জানিয়েছেন, এটা রিয়ার নয়া কৌশল। 

711

মুম্বই পুলিশ বর্তমানে এই কেস থেকে দূরে সরে রয়েছে। কোর্টের নির্দেশ অনুযায়ী। 

811

সেই জন্যই এমন পদক্ষেপ তুললেন রিয়া। যাতে ময়দানে নেমে কেস বানচাল করতে পারে মুম্বই পুলিশ। 

911

উকিলের কথায়, কোনও মতেই এই তদন্তে ঢুকতে পারবে না মুম্বই পুলিশ। কোর্টের নির্দেশ না মানলে তা আদালত অবমাননার কেস হয়ে যাবে। 

1011

যদিও এই কেস গ্রহণ করা নিয়ে এখনও কিছুই জানায়নি মুম্বই পুলিশ। 

1111

রিয়ার অভিযোগের মূলে ওষুধ, রিয়ার কথায় সুশান্তকে বেশ কিছু নিষিদ্ধ ওষুধ খাওয়াতেন দিদি প্রিয়ঙ্কা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos