Published : Sep 08, 2020, 07:50 AM ISTUpdated : Sep 08, 2020, 07:55 AM IST
একের পর এক জেরার মুখে নয়া তথ্য সামনে তুলে আনার চেষ্টা করছেন রিয়া চক্রবর্তী। যার সত্যতা ক্ষতিয়ে দেখার চেষ্টা করছে এনসিবি। রবিবার জেরার মুখে রিয়া চক্রবর্তী শিকার করেছিলেন, তিনি ড্রাগের সঙ্গে নানাভাবে যুক্ত। এবার সামনে আনলেন, ড্রাগ তিনি কেন অর্ডার করতেন। কার জন্য অডার করতেন...