'কেদারনাথ শ্যুট থেকেই নেশা শুরু, সুশান্তই আমাকে দিয়ে ড্রাগ আনাতেন', বিস্ফোরক রিয়া

Published : Sep 08, 2020, 07:50 AM ISTUpdated : Sep 08, 2020, 07:55 AM IST

একের পর এক জেরার মুখে নয়া তথ্য সামনে তুলে আনার চেষ্টা করছেন রিয়া চক্রবর্তী। যার সত্যতা ক্ষতিয়ে দেখার চেষ্টা করছে এনসিবি। রবিবার জেরার মুখে রিয়া চক্রবর্তী শিকার করেছিলেন, তিনি ড্রাগের সঙ্গে নানাভাবে যুক্ত। এবার সামনে আনলেন, ড্রাগ তিনি কেন অর্ডার করতেন। কার জন্য অডার করতেন... 

PREV
19
'কেদারনাথ শ্যুট থেকেই নেশা শুরু, সুশান্তই আমাকে দিয়ে ড্রাগ আনাতেন', বিস্ফোরক রিয়া

সোমবার এনসিবি-র দফতরে জেরার মুখে ভয়াবহ তথ্য সামনে আনলেন রিয়া চক্রবর্তী। সাফ জানিয়েদিলেন এই সবের পেছনে রয়েছেন কে। 

29

রিয়া চক্রবর্তীর কথাতে তিনি যা করেছেন সবটাই করেছেন সুশান্ত সিং রাজপুতের কথায়। 

39

সুশান্ত মাদকে আশক্ত হয়ে পড়ে ২০১৬ থেকে। এমনটাই মন্তব্য রিয়া চক্রবর্তীর। যখন তিনি কেদার নাথ শ্যুট করছিলেন তখন থেকেই। 

49

সুশান্তই রিয়াকে দিয়ে মাদক আনাতেন। সুশান্ত মুখে বলতেন আর সেই ম্যাসেজগুলোই টাইপ করতেন রিয়া চক্রবর্তী। 

59

রিয়া চক্রবর্তী কখনও চাননি যে সুশান্তের নাম সামনে সামনে আসুক। সুশান্তও তাই চাইতেন। যার ফলে সবটাই করেছিলেন রিয়া চক্রবর্তী। 

69

রিয়ার কথায় তিনি যা যা করেছেন, সবটাই করেছেন সুশান্তের জন্য। মুহূর্তে রিয়ার এই বয়ান ভাইরাল হয়ে ওঠে। 

79

একাধিকবার রিয়ার দিকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে তিনি অজান্তেই সুশান্তকে মাদক দিতেন কি না, আর রিয়ার বয়ানে ধরা দিল ঠিক এর উল্টো ছবি। 

89

রিয়ার কথায়, সুশান্তের জন্য সকলের সঙ্গে কথা বলে মাদক যোগার করতেন রিয়া চক্রবর্তী। 

99

সুশান্তের নাম যাতে প্রকাশ্যে না আসে তাই মুখ বন্ধ রেখেছিলেন রিয়া চক্রবর্তী, সোমবার এমনটাই জানালেন রিয়া।

click me!

Recommended Stories