দিদি ঋদ্ধিমার টি-শার্ট চুরি করে প্রেমিকাকে দিতেন রণবীর, গোপন কেচ্ছা ফাঁস হতেই ছিঃ ছিক্কার নেটদুনিয়ায়

 ছোট বয়সেই ভার্জিনিটি লস, শারীরিক সম্পর্ক এসব কিছুতেই সিদ্ধহস্ত রণবীর কাপুর। কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুর ছোট থেকেই যেন একটু বেশি অ্যাডভান্স। তবে একদম ছোটবেলায় কী কী করতে বলিউডের লাভার বয়, সেই গোপন কীর্তি ফাঁস করলেন রণবীরের দিদি। এমনকী দিদির টি-শার্ট চুরি করে প্রেমিকাকে দিয়ে দিতেন রণবীর, ধরা পড়তেই কী পরিণতি হয়েছিল, জানলে হতবাক হবেন।

Riya Das | Published : Sep 2, 2021 10:19 AM
112
দিদি ঋদ্ধিমার টি-শার্ট চুরি করে প্রেমিকাকে দিতেন রণবীর, গোপন কেচ্ছা  ফাঁস হতেই ছিঃ ছিক্কার নেটদুনিয়ায়


নিজের অভিনয় দক্ষতা নিয়ে বলিউডে নিজের জায়গা পাকিয়েছেন ঠিকই কিন্তু চকোলেট বয় ইমেজের পাশাপাশি প্লে-বয় ইমেজটাও সকলে জানেন। তিনি সকলের প্রিয় রণবীর কাপুর।
 

212


নিজের অভিনয় দক্ষতা নিয়ে বলিউডে নিজের জায়গা পাকিয়েছেন ঠিকই কিন্তু চকোলেট বয় ইমেজের পাশাপাশি প্লে-বয় ইমেজটাও সকলে জানেন। তিনি সকলের প্রিয় রণবীর কাপুর।
 

312


তবে একদম ছোটবেলায় কী কী করতে বলিউডের লাভার বয়, সেই গোপন কীর্তি ফাঁস করলেন রণবীরের দিদি। সম্প্রতি কপিল শর্মার শো-এর নতুন প্রোমো-তে নীতু ও ঋদ্ধিমার ঝলক ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়।
 

412

প্রেমোতে দেখা গেল হাসতে হাসতেই কপিলের হাত ধরে অনুষ্ঠানের মঞ্চে প্রবেশ করছেন নীতু। এবং মায়ের সঙ্গেই কপিল-এর শো-তে হাজির হন ঋদ্ধিমা। 
 

512

ঋষি কাপুর এবং নীতু কাপুরের দুই সন্তান ঋদ্ধিমা ও রণবীর কাপুর। ভাই ও বোনের সম্পর্কটাও বন্ধুর মতোন। এবার কপিল-এর শো-তেই ভাইয়ের গোপন কেচ্ছা ফাঁস করে দিলেন দিদি ঋদ্ধিমা।
 

612

ঋদ্ধিমা জানান, তিনি তখন লন্ডনে পড়াশোনা করছেন। সদ্যই ছুটিতে বাড়ি এসেছেন সেই সময়েই রণবীক তার বান্ধবী থুড়ি প্রেমিকাকে নিয়ে বাড়িতে হাজির। কিন্তু প্রথম দেখাতেই মেয়েটির টি-শার্টটি  দেখে খুব চেনা লাগছিল, যা নিয়ে রীতিমতো ভাবিয়ে তুলেছিল।

712

ঋদ্ধিমা পরে বুঝতে পারেন, এটাই হল সেই টি-শার্ট, যা অনেকদিন ধরে খুঁজছেন তিনি । কারণ  রণবীর তার দিদির টি-শার্ট , জামাকাপড় চুরি করে উপহার হিসেবে প্রেমিকাকে দিয়ে দিতেন ।
 

812

রণবীরের এই গোপন কেচ্ছা ফাঁস হতেই ছিঃ ছিক্কারে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে আলিয়াকে  কখনও ঋদ্ধিমার পোশাকে দেখে ফেলেছেন কি না তা খোলসা করে বলেননি ঋদ্ধিমা।
 

912

আসলে ছোট বয়সেই নিজের পকেট মানি বাঁচাতেই রণবীর আমার বেশিরভাগ জিনিস ওর বান্ধবীদের উপহার হিসেবে দিয়ে দিত। জানিয়েছেন রণবীরের দিদি ঋদ্ধিমা।

1012

এই প্রসঙ্গে নীতু জানান, 'আমি আমার সন্তানদের কখনওই বেশি টাকা দিতাম না। যতটা প্রয়োজন হতো ঠিক ততটাই দিতাম। কারণ ছোট থেকেই বেশি টাকা দিয়ে ওদের অভ্যেস খারাপ করতে চাই নি'।
 

1112

 ২০১৮ সাল থেকে মহেশ কন্যা আলিয়া ভাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তবে শুধু প্রেম নয়, লিভ-ইনও করেন দুজনে। অনেকদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর আলিয়া। পার্ট হোক বা ডিনার ডেট সর্বত্রই একসঙ্গে দেখা যায় লাভবার্ডসকে। 

1212

বলিউডের লাভবার্ডস  আলিয়া ভাট এবং রণবীর কাপুর, কবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে।  বহুদিন ধরেই এই অপেক্ষায় রয়েছে বি-টাউন। 'ব্রহ্মাস্ত্র' -তে একসঙ্গে দেখা যাবে রণবীর-আলিয়াকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos