মাঝে মধ্যেই তিনি ঘুরতে যেতে বেশ পছন্দ করেন, সেই তালিকায় এবার দুবাই। বেশ কয়েকদিন ধরেই সেই সফর থেকে একের পর এক ছবি শেয়ার করছেন তিনি, কখনও ক্রুজে গালা পার্টি সেলিব্রেশনে, কখনও আবার বন্ধুদের সঙ্গে বেজায় হুল্লোর হইচই করে ভাইরাল ঋতাভরী। বির্কফস্টের স্পেশ্যাল মেনুও ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভুললেন না তিনি।